ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই জায়ান্টের লড়াই বলে কথা। কারও দাবি এটিই ক্লাব ফুটবলে সবচেয়ে বড় দ্বৈরথ। স্কোর লাইন তেমনটা তেমনটা না বললেও ম্যাচটি বেশ জমল। কিন্তু ফুটবল তো গোলের খেলা। এখানেই বাজিমাত রিয়াল মাদ্রিদের। যেখানে ভিনিসিউস জুনিয়র আর মারিয়ানো দিয়াসের দাপটে হাসি মুখ জিনেদিন জিদানের দলের।
নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে ২-০ গোলে জিতল রিয়াল। এই জয়ে লা লিগার শীর্ষে ফিরল তারা। ইতিহাস জানাচ্ছে-সাত ম্যাচ পর চির শত্রু বার্সেলোনার বিপক্ষে জয়ের দেখা পেল রিয়াল।
আবার লিগেও পথ হারাল লিওনেল মেসির দল। টানা চার জয়ের পর পেলো হারের তিক্ত স্বাদ। গোল মিসের মহড়া দিলে কী আর জেতা যায়!
এই ম্যাচে দর্শক হিসেবে গ্যালারিতে থাকলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি দিয়েছেন অনেক আগেই। কিন্তু এল ক্লাসিকোর আবেদন এখনো আছে রোনালদোর মনে। এ কারণেই ছুটে এসেছেন। সান্টিয়াগো বার্নাব্যু গ্যালারিতে ছিলেন রিয়ালের সাবেক তারকা রোনালদো। তার সামনেই জিতল জিতল রিয়াল মাদ্রিদ।
এই জয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল। আসরে পঞ্চম হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৫৫ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। এর অর্থ লা লিগার লড়াইটা বেশ জমে উঠল।
Discussion about this post