ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাটেই ফিরেই ব্যাট দাপট দেখালেন লিটন কুমার দাস। ঝড়ো সেঞ্চুরিতে পথ দেখান তিনি। এদিকে মোহাম্মদ মিথুন খেলেন নিজের মতোই। শেষ দিকে ঝড় তোলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাতে বাংলাদেশ পেয়ে যায় বড় পুঁজি। পরে বল হাতে সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ দেখান দুর্দান্ত নৈপুণ্যে। তাতে দিশেহারা হয়ে পড়েন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত দলটিকে স্রেফ উড়িয়ে তিন ম্যাচ সিরিজের প্রথমটি ১৬৯ রানে জিতে ইতিহাস গড়েছে টাইগাররা। আর তাতে স্বাগতিকরা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের (১২৬) ব্যাটে ভর করে বাংলাদেশ করে ৬ উইকেটে ৩২১ রান। পরে বল হাতে মোহাম্মদ সাইফউদ্দিন (২/২০) ও মেহেদি হাসান মিরাজ (২/৩০) নৈপুণ্যে জিম্বাবুয়েকে ৩৯.১ ওভারের মধ্যেই ১৫২ রানে গুটিয়ে দিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।
রোববার তামিম ইকবাল ও লিটন দাসের ওপেনিং জুটিতে বাংলাদেশ পেয়ে যায় ১২.৫ ওভারে ৬০ রান। এরপর তামিম ২৪ রানে এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে নাজমুল হোসেন শান্তকে নিয়ে দাপটের সঙ্গে খেলে যান লিটন। এরমধ্যে এ ডানহাতি ৪৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।
হাফসেঞ্চুরির লিটন একটু ধীরে পথ চলছিলেন। অন্যদিকে অবশ্য শান্ত চেয়েছিলেন একটু দ্রুত রান তুলতে। যে কারণে বেশিরভাগ সসময় তিনি ক্রস ব্যাটে খেলতে চেষ্টা করছিলেন। যার খেসারত এ বাঁহাতি দেন ২৬তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিয়ের ফাঁদে। ফেরার আগে তিনি করেন ৩৮ বলে ২৯ রান। এরপর মুশফিকের সঙ্গে লিটন খেলেন দেখে শুনে। তৃতীয় উইকেটে তারা করেন ৪২ রানের জুটি। এরমধ্যে ১০ চার ও ১টি ছয়ে ৯৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন লিটন। এরপর এ ডানহাতি চড়াও হন সফরকারী বোলারদের ওপর। শেষ পর্যন্ত ১২৬ রানে ব্যাট করার সময় পায়ের মাংস পেশির চোটে পড়েন তিনি। যে কারণে আর ব্যাট চালাতে পারেননি। তাই অনেকটাই বাধ্য হয়ে তিনি ছাড়েন মাঠ।
লিটন ওঠে গেলেও ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ মিথুন (৪১ বলে ৫০), মাহমুদউল্লাহ রিয়াদ (২৮ বলে ৩২)। যে কারণে তিনশঊর্ধ্ব ইনিংসের স্বপ্ন দেখে বাংলাদেশ। শেষ পর্যন্ত এ দুই সেট ব্যাটসম্যান ফিরে গেলেও চোটমুক্ত হয়ে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ঝড় তোলেন। শেষ ওভারে তিন ছয়ে এ বাঁহাতি দলীয় স্কোরকে পৌঁছে দেন ৩২১ রানে। সাইফ অপরাজিত ছিলেন ১৫ বলে ৩ ছয়ে ২৮ রানে।
প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য দিয়ে শুরু থেকেই দাপুটে বোলিং করেন সাইফউদ্দিন-মোস্তাফিজরা। যে কারণে প্রথম দশ ওভারে সফরকারীরা মাত্র ২৮ রান। হারায় ৩ উইকেট। পরে এ চাপ থেকে আর বের হতে পারেনি তারা। যে কারণে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স।
বল হাতে বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ৩টি উইকেট। এদিকে মেহেদি হাসান মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা পকেটে পুরেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন লিটন দাস।
Discussion about this post