ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাশরাফি বিন মর্তুজার অবসর প্রসঙ্গে সবচেয়ে বেশি যিনি সরব ছিলেন তিনিই এখন বল ঠেলে দিচ্ছেন গণমাধ্যমের কাছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে অবসর সংক্রান্ত আলোচনায় সংবাদকর্মীরা বেশি বিরক্ত করছেন দেশের সফলতম ওয়ানডে অধিনায়ককে।
রোববার সিলেটে এক সংবাদ সম্মেলনে পাপন জানালেন, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার এখনও কোনো বিকল্প দেখছেন না! গত শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফির ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রসঙ্গে মুখ খুললেন বিসিবি সভাপতি।
‘পারফর্ম করাটা আত্মসম্মানের ব্যাপার’, এমন প্রশ্নের মুখে পড়ে মাশরাফি বলেন, “আত্মসম্মান বা লজ্জা… আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান… এসব আমি মেলাতে পারি না। এত জায়গায় চুরি-চামারি হচ্ছে, তাদের লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে লজ্জা লাগবে? আমি কি চোর?” দিনভর মাশরাফির এই কথা ছিল টক অব দ্য কান্ট্রি।
রোববার সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচের মাঝ বিরতিতে পাপন বলেন, ‘মাশরাফির যা বলার কথা, তাই বলেছে। আমি সবসময় একটি কথা বলি। খেলোয়াড় হিসেবে সাকিবের কোনো বদলি আমাদের নেই। অধিনায়ক মাশরাফির কোনো বিকল্প নেই। মাশরাফির অবদান কোনোভাবেই খাটো করার কোনো সুযোগ নেই। আপনারা খেয়াল করেছেন, মাশরাফিকে যে পরিমাণে আমরা চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য, সেটা কিন্তু অনেকের বেলায় করিনি। মুশফিককে বাদ দিয়ে যখন মাশরাফিকে অধিনায়ক করি, তখন কিন্তু কাউকে জিজ্ঞেসও করিনি। মাশরাফির ব্যাপারটা ভিন্ন।’
পুরো বিষয়টা নিয়ে বিসিবি সভাপতি সংবাদকর্মীদের দাঁড় করালেন কাঠগড়ায়। বলেন, ‘ওর প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে, আপনারা ওকে একটু বেশি খোঁচাচ্ছিলেন। এরকম একটা সময়, যখন আপনাদের ওর পাশে থাকা উচিত, সেই জায়গায় মনে হচ্ছে আপনারা ওকে কষ্ট বেশি দিয়ে দিচ্ছেন। এসব নিয়ে আমাদের আলাপ করা উচিতই নয়। ও বলে দিয়েছে, ও কী চায়। অধিনায়ক কে হবে, সেটি চূড়ান্ত করবে বোর্ড। যখন যাকে মনে হয়, তাকে নির্বাচন করবে। ও কখন অবসর নেবে, সেটা ও ঠিক করবে। তাকে সিদ্ধান্ত নিতে দিন। আমার মনে হয় এখানেই শেষ করা উচিত।’
এদিকে এশিয়া কাপ কোথায় হবে পাকিস্তান তা ঠিক করবে বলে জানান পাপন। বলেন, ‘ভারতীয় দল পাকিস্তান যাবে না। ভারতকে ছাড়া এশিয়া কাপ চাইও না। এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এই টুর্নামেন্ট।
সিলেট স্টেডিয়ামে সনিয়ে পাপন বলেন ‘সিলেটের স্টেডিয়ামে খেলা যখন শুরু করি তখনই বলেছি এটা বাংলাদেশ সবচেয়ে সুন্দর স্টেডিয়াম হবে। এখানে ঢাকার জায়গা পাচ্ছি না। ঢাকার খেলা চট্টগ্রাম হচ্ছে।’
Discussion about this post