ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে আগামী ১৫ মার্চ। ঐদিনই মাঠে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ। এ টুর্নামেন্টে সাবেক চ্যাম্পিয়নদের প্রথম প্রতিপক্ষ ওন্ড ডিওএইচএস।
এবারও ডিপিএলে প্রতিদ্বন্দ্বিতা করবে ১২টি দল। এরইমধ্যে সূচিও প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মূলত এরপরই জানা যায় গতবারের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ কবে কখন কোন দলের বিপক্ষে।
ওন্ড ডিওএইচএসের পর আগামী ১৯ মার্চ ব্রাদার্সের বিপক্ষে লড়বে রূপগঞ্জ। এদিকে আগামী ২৩ মার্চ রূপগঞ্জের তৃতীয় ম্যাচ খেলাঘরের বিপক্ষে। এরপর পর্যায়ক্রমে দলটি লড়বে ২৭ মার্চ গাজী গ্রুপ ক্রিকেটার্স, ৩০ মার্চ শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ১১ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, ১৪ এপ্রিল প্রাইম ব্যাংক, ১৭ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব, ২০ এপ্রিল প্রাইম দোলেশ্বর, ২৩ এপ্রিল পারটেক্স ও ২৬ এপ্রিল আবাহনী লিমিটেডের বিপক্ষে।
ডিপিএলের প্রথম তিন রাউন্ড হবে কক্সবাজারের দুটি মাঠ ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চতুর্থ রাউন্ড থেকে বিকেএসপি, মিরপুর ও ফতুল্লায় ম্যাচ আয়োজন করবে আয়োজকরা।
Discussion about this post