ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিয়মিতই দেখা গেছে বিদেশি ক্রিকেটারদের। অনেক সময় তাদের সংখ্যা নিয়েও থেকেছে নানা প্রশ্ন। এক দলে এক ম্যাচে তিন জন বিদেশিও খেলানো হয়েছে। কিন্তু ১৫ সমার্চ থেকে শুরু লিগে থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার।
এবর লিগের প্রথম তিন-চার রাউন্ড খেলা হবে ঢাকার বাইরে। ভেন্যু হিসেবে এসেছে চট্টগ্রাম ও কক্সবাজারের নাম।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানালেন, আগামী ১৫ মার্চ শুরু হবে প্রিমিয়ার লিগের নতুন আসর।
সবশেষ দুই আসরেই দল বদল হয় ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এ। এবার হবে ক্লাব ও ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে। খেলোয়াড়দের দাবির মুখে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। লিগের দলবদল হবে ৩, ৪ ও ৫ মার্চ। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কারণে সেই ভেন্যুতে থাকা ক্রিকেটাররাও দলবদল করতে পারবেন।
এবার টি-টুয়েন্টি হবে সুপার লিগের পর। সুপার লিগের ছয় দলকে নিয়ে হবে এই লড়াই। কয়েক রাউন্ড ম্যাচ হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। কাজী ইনাম আহমেদ জানান, ‘দেখুন, বিকেএসপি ও ঢাকার মিরপুরের মাঠ পাওয়া যাবে না। মিরপুরে জাতীয় দলের খেলা আছে, দুটি আন্তর্জাতিক ম্যাচও আছে। বিকেএসপির মাঠগুলোতে গত চার-পাঁচ মাস ধরে খেলা হচ্ছে। গ্রাউন্ডস কমিটির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। মাঠগুলোকে বিশ্রাম না দিলে প্রিমিয়ার লিগের জন্য ভালো উইকেট পাওয়া সম্ভব হবে না। সেই সুযোগ আমরা দিচ্ছি, ঢাকার বাইরে যাতায়াত ও হোটেল খরচ বহন করবে বোর্ড।’
Discussion about this post