ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগের টি-টুয়েন্টির প্রথম আসর ছিল স্বল্প পরিসরে হলেও বলা হয় পরের বার বড় পরিসরে আয়োজন করা হবে। কিন্তু সেই কথা শুধু কথার কথা হয়েই থাকল। গতবার ১২ দল নিয়ে ছিল এই টুর্নামেন্ট। এবার মাত্র ৬ দল। তবে ক্রিকেটাররা ম্যাচ পাবেন গতবারের চেয়ে বেশি। আগামী ১৫ মার্চ শুরু হবে প্রিমিয়ার লিগের নতুন আসর।
বিপিএল ছাড়াও ঘরোয়া টি-টুয়েন্টি লিগের দাবি ছিল ক্রিকেটারদের। তারপরই গেল মৌসুমে হয় ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি। তখন ১২ দল নিয়ে হলেও এবার পাল্টে যাবে টুর্নামেন্টের চেহারা। ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ম্যাচের আসরের সুপার লিগে উঠবে যে ৬ দল, সেই দলগুলোও খেলবে টি-টুয়েন্টি টুর্নামেন্টে।
এবার ৬ দলের সবাই প্রাথমিক পর্বে খেলবেন পরস্পরের বিপক্ষে। কমপক্ষে ৫টি ম্যাচ পাবে সব দল। ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের প্রধান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ রোববার জানান, ‘৬টি দলকে নিয়ে টুর্নামেন্ট হলেও সিঙ্গেল লিগ পদ্ধতিতে লিগ হওয়ায় প্রত্যেক দল অন্তত ৫টি করে ম্যাচ পাবে। টি-টোয়েন্টির অনুশীলন তাতে অনেকটাই হয়ে যাবে।’
একই সঙ্গে জানা গেল, সুপার লিগে উঠতে না পারা প্রতিটি দল থেকে ৩ জন করে ক্রিকেটার টি-টুয়েন্টি লিগের জন্য নিতে পারবে দলগুলি। সন্দেহ নেই এ কারণে ২০ ওভারের ক্রিকেট খেলা থেকে বঞ্চিত হবেন অনেক ক্রিকেটার।
Discussion about this post