ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বেশ আগেই। এবার আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখদের সামনে সুযোগ এসেছেন ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তোলার। রোববার নতুন মুখ হিসেবে তারা জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন।
বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে খেলেছিলো সাত মাস আগে শ্রীলঙ্কায়। তিন ম্যাচের ঐ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। সে দল থেকে এবার সব মিলিয়ে পরিবর্তন এসেছে ৭টি।
চোটের কারণে শ্রীলঙ্কা সফরে ছিলেন না মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ সাইফ উদ্দিন। মাশরাফি এবার ফিরেছেন দলকে নেতৃত্ব দিতে। চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর এই সিরিজ দিয়ে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফ। এদিকে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, আল আমিন হোসেন ও লিটন দাস।
সবশেষ সিরিজের দল থেকে না খেলেই বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে নেই মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার। বাদ পড়াদের তালিকায় আছেন এনামুল হক, রুবেল হোসেন ও সাব্বির রহমান।
ঘরের মাঠে সিরিজে কেন এতো পরিবর্তন। এ ব্যাপারে রোববার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘মাশরাফিকে ফিরে পাওয়া দারুণ একটি ব্যাপার। আমাদের ওয়ানডে ক্রিকেটের জন্য তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ। সাইফ উদ্দিন দলের ভারসাম্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে শান্তর ফর্ম ওকে দলে ফিরিয়েছে। নাঈম ও আফিফও সংক্ষিপ্ত সংস্করণে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।’
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচের প্রথম ওয়ানডে সিলেটে গড়াবে ১ মার্চ।
প্রথম ২ ওয়ানডের বাংলাদেশ ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post