ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখন তিনি নির্বাসিত এক ক্রিকেটার। গতবছরের শেষ দিকে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব লুকিয়ে ভুল করেছিলেন সাকিব আল হাসান। তবে দেশসেরা এই ক্রিকেটারের পাশেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের ভাবনাতে আছেন সাকিব।
মাশরাফির অধিনায়কত্বের বিষয়ে বিসিবি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে সাকিব এগিয়ে আছেন ওয়ানডেতেও।
তবে এ বছর অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে সাকিবের খেলার ব্যাপারে বিসিবি অবশ্য বড় সংশয়ে। বিশ্বকাপের বাছাই পর্বের সঙ্গে মূল পর্বের কয়েকটি ম্যাচ পর্যন্ত সাকিবের শাস্তির মেয়াদ থাকছে। এ কারণে সাকিবকে টি-টুয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় রাখছে না বিসিবি। কিন্তু ২০২৩ সালের ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পুরো অংশ জুড়েই সাকিব থাকছেন বিসিবির মূল পরিকল্পনায়। ২০২৩ সালের সেই বিশ্বকাপে সাকিবই বিসিবি’র সম্ভাব্য অধিনায়কও বটে!
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার বলেন,-‘দেখুন, প্রথম কথা হলো সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে কবে মাঠে ফিরছে সেটা দেখতে হবে। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে আমাদের বাছাই পর্বে খেলতে হচ্ছে। বাছাই পর্বের খেলার সময় পর্যন্তও তার নিষেধাজ্ঞা থাকছে। তাই বাছাই পর্বে সে খেলতে পারছে না। বাছাই পর্বে টিকে যাওয়ার পর আমরা যদি বিশ্বকাপের মূল পর্বে যাই তখনো সে কয়েকটা ম্যাচে থাকতে পারবে না। সম্ভবত সেই সময় তিনটা ম্যাচে সে থাকতে পারছে না। ওই সময় তো আমাদের অন্য অধিনায়ক থাকছে। তাছাড়া সেই সময়ে কোনো ধরনের ম্যাচ প্রাকটিস ছাড়া সাকিব টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে কিনা- সে বিষয়ে তার সঙ্গেও আলাপ করতে হবে। তাই এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে তার অধিনায়কত্ব অনিশ্চিত। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে সে যদি ফর্মে থাকে, আগে ক্রিকেটার সাকিব যেরকম ছিল তেমন থাকে-তাহলে অবশ্যই সে থাকবে এবং অধিনায়ক হিসেবেই থাকবে। ও তো ছিলই।’
Discussion about this post