ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরে ৫৫৬ স্কুলের ১১ হাজার ১২০জন ক্ষুদে ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের মাদারীপুর জেলা চ্যাম্পিয়ন হলো- চরমুগুরিয়া মার্চেন্ট হাই স্কুল।
মঙ্গলবার ফাইনালে চরমুগুরিয়া ৭ রানে হারিয়েছে ইউনাইটেড ইসলামিয়া সরকারী স্কুলকে।
মাদারীপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চরমুগুরিয়া স্কুল গুটিয়ে যায় ১১৪ রানে। সর্বোচ্চ ২৬ রান করেন রাশেদুল ইসলাম। আল জাবের মাহমুদ তুলে নেন ৫ উইকেট। জবাবে ১০৭ রানে অলআউট হয় ইউনাইটেড ইসলামিয়া সরকারী হাই স্কুল। ম্যাচসেরা হলেন রাশেদুল ইসলাম।
মাদারীপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চরমুগুরিয়া স্কুল অলআউট হয় মাত্র ১১৪ রানে। সর্বোচ্চ ২৬ রান করেন রাশেদুল ইসলাম। আল জাবের মাহমুদ নিয়েছেন ৫ উইকেট। জবাবে ১০৭ রানে অলআউট হয় ইউনাইটেড ইসলামিয়া সরকারী হাই স্কুল।দুই ওপেনার রমজান ও জহিরুল ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়লেও পারেনি ইউনাইটেড স্কুল।ম্যাচ সেরা হয়েছেন রাশেদুল ইসলাম।
স্কোর: চরমুগুরিয়া মার্চেন্ট হাই স্কুল ১১৪ (রাশেদুল ২৬; আল জাবের ৫/৩২)
ইউনাইটেড ইসলামিয়া সরকারী হাই স্কুল ১০৭ (জহিরুল ২২; রবিন ৩/১০)
Discussion about this post