ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একজন অভিজ্ঞ ব্যাটসম্যান তিনি। উইকেটের পেছনের দায়িত্বটাও সামলান আবার দারুণভাবে। কিন্তু কখনও মূল ম্যাচে বল হাতে দেখা যায়নি মুশফিকুর রহিমকে। সেই তিনিই সোমবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের শেষ দিনে বনে গেলেন একজন অফ স্পিনার হিসেবে।
কক্সবাজারে বিসিএলের ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে সোমবার মুশফিক হাত ঘোরান ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে। সেটিও টানা তিন ওভার। মাঠে উপস্থিত হাতে গোনা কিছু দর্শক ও ইউটিউবে বিসিবি লাইভ চ্যানেলে হাজার দুয়েক দর্শক মুশফিককে বোলিং করতে দেখলেন। ছয় বছর পর কোনো ম্যাচে বোলিংয়ে এলেন মুশফিক।
এবার নিয়ে ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার বোলিং করলেন মুশফিক। তিনবারই প্রথম শ্রেণির ক্রিকেটে ও বিসিবি উত্তরাঞ্চলের হয়ে বিসিএলে। তার এমন দৃশ্য প্রথম দেখা গিয়েছিল সেই ২০১৩ সালে। সেবার এ ডানহাতি মধ্যাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে ১০ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে উইকেটও পেয়েছিলেন মুশফিক। নুরুল হাসান এলবিডব্লু হয়েছিলেন মুশফিকের বলে। প্রতিযোগিতা মূলক ক্রিকেটে মুশফিকের ওই একটিই উইকেট। পরের মৌসুমে পূর্বাঞ্চলের বিপক্ষে ২ ওভার বোলিং করার পর আজই প্রথম দেখা মিলল বোলার মুশফিকের। মুশফিকদের উত্তরাঞ্চল কাল দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়ে পূর্বাঞ্চলকে ২১১ রানের লক্ষ্য দেয়। লক্ষ্য ছুঁতে ৩৪.৩ ওভার হাতে পায় পূর্ব।
সোমবার সব মিলিয়ে মুশফিক ৩ ওভারে বোলিং করেন। দেন ১৭ রান। কিন্তু উইকেটের দেখা পাননি।
Discussion about this post