ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ নারী দল এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে সোমবার হয়ে গেল বিশ্বকাপ ট্রফি উন্মোচন। এক পর্যায়ে তারোঙ্গা চিড়িয়াখানায় সব দলের অধিনায়করা মিলিত হন আনুষ্ঠানিক ফটোসেশনে। যেখানে কৃত্রিমভাবে তৈরি জলাধারের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দেন সালমা খাতুন-হারমানপ্রীত কৌর ও মেগ ল্যানিংরা। এরপরই বাংলাদেশ অধিনায়ক জানান, টাইগার যুবাদের সাফল্যে অনুপ্রেরণা নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে লাল-সবুজ প্রতিনিধিরা।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেডিয়ামে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টে লড়বে দল দল। বাংলাদেশ খেলবে এ গ্রুপে। প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ লড়াই শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন বেশ আত্মবিশ্বাসী, ‘সম্প্রতি আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ ট্রফি জিতে ফিরেছে। সাফল্যের পথে হেঁটে চলা আমাদেরও শুরু হয়েছে। সেই অপেক্ষায় আছি আমরা।’
এখন পর্যন্ত তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সাফল্য অবশ্য তেমন মেলেনি। তবে সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। যে কারণে এবারের বিশ্বকাপে ভালো করতে বেশ আত্মবিশ্বাসী সালমা ‘এশিয়া কাপ ছিল আমাদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা। তবে এখন আমাদের সব ফোকাস শুধু বিশ্বকাপকে ঘিরে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে আমরা মনোযোগ রাখছি।’
২১ ফেব্রুয়ারি বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ভারত। এরপর ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২ মার্চ এ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৮ মার্চ হবে এ টুর্নামেন্টের ফাইনাল।
Discussion about this post