ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গড়েছে ইতিহাস। দেশকে এনে দিুয়েছে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় যুবাদের বিশ্বকাপ ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিতে ৩ উইকেটে। এই সাফল্যে ভেসেছে গোটা জাতি। কেননা, এবারি্ যে প্রথম দেশ পেল বিশ্বকাপ।
সেই রোমাঞ্চ জাগানো সাফল্যের পর গত বুধবার, ১২ ফেব্রুয়ারি দেশে ফিরল জুনিয়র টাইগাররা। তারা পেলেন বীরোচিত সংবর্ধনা। জানা গেল দলের প্রতিটি ক্রিকেটার এখন থেকে মাসে বেতন পাবেন ১ লাখ টাকা করে!
মিরপুরের শেরে বাংলায় সেই সংবর্ধনার কিছু ছবি এখানে তুলে ধরা হলো। ছবি কৃতজ্ঞতা: বিসিবি!
Discussion about this post