ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশংসায় ভাসছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম থেকে শুরু করে হরভজন সিং, ইরফান পাঠান, হার্সা ভগলেরা অভিনন্দন জানিয়েছেন তাদের।
অনুজদের শুভেচ্ছা জানিয়েছে ফেসবুকে মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ! বিশেষভাবে অভিষেক দাস, রকিবুল, শরিফুল, ইমন (পারভেজ) আর অন্য সব খেলোয়াড় ও কোচিং দলের সদস্যদের অভিনন্দন। আকবর ইউ বিউটি! শুধু আবেগটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখো। অসাধারণ অর্জন! বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য দারুণ এক মুহূর্ত!তোমাদের বলছি, অনেক অনেক দূর যেতে হবে। আশা করি ভবিষ্যতে তোমরা আরও অনেক বেশি কিছু নিয়ে আসবে। এখন এই মুহূর্তটা উপভোগ করো। অভিনন্দন, মি. ক্যাপ্টেন আকবর। অভিনন্দন বাংলাদেশ।’
মুশফিকুর রহিম তার টুইটার পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ…খুব গর্ব বোধ করছি। আমাদের অধিনায়ক আকবর আলী ও তার দলকে অনেক অভিনন্দন।’
তামিম টুইটারে লিখেছেন, ‘২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয়ের গভির থেকে জানাই অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।’
এদিকে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘এটি একটি দারুণ ফাইনাল ছিল। শিরোপা জেতার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ভারত দল মন খারাপ করো না। তোমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছ।’
ইরফান পাঠান এক টুইট বার্তায় আকবর আলীদের শুভেচ্ছা জানিয়েছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। এই জয়টি বাংলাদেশের ক্রিকেটে বড় ভূমিকা পালন করবে। ভারত দলও ভালো খেলেছে।’
এদিকে ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একটি মুহূর্ত। এই ম্যাচ দেখার পর তারা এটা (বিশ্বকাপ) প্রত্যাশা করে।’
Discussion about this post