ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই একই গল্প! কিছুতেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ দল। দেশের বাইরে টেস্ট মানেই যেন নিশ্চিত হার। টানা আট টেস্টে হারের অভিজ্ঞতা নিয়ে রাওয়ালপিন্ডিতে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু এখানেও সেই পথেই দল।
ফের ইনিংস ব্যবধানে হার দেখল মুমিনুল হকের দল। রাওয়ালপিন্ডি টেস্ট ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ।
সোমবার ম্যাচের চতুর্থ দিন সকালে দেড় ঘণ্টারও কম সময় টিকল সফরকারীদের দ্বিতীয় ইনিংস। চার উইকেট চলে গেল নিমিষে। ব্যাটসম্যানরা উইকেটে আসা-যাওয়ার দায়টুকু সারলেন।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আবু জায়েদ চৌধুরীকে বিদায় করে দ্বিতীয় ইনিংসে টাইগারদের ১৬৮ রানে রানে অলআউট করে পাকিস্তান। স্লগ করে ইয়াসিরকে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন আবু জায়েদ। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় আসাদ শফিকের হাতে।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩/১০
পাকিস্তান ১ম ইনিংস: ১২২.৫ ওভারে ৪৪৫ (মাসুদ ১০০, আবিদ ০, আজহার ৩৪, বাবর ১৪৩, শফিক ৬৫, হারিস ৭৫, রিজওয়ান ১০, ইয়াসির ৫, আফ্রিদি ৩, আব্বাস ১* নাসিম ২; ইবাদত ২৫ -৬-৯৭-১, আবু জায়েদ ২৯-৪-৮৬-৩, রুবেল ২৫.৫-৩-১১৩-৩, তাইজুল ৪১-৬-১৩৯-২, মাহমুদউল্লাহ ২-০-৬-০)
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১২৬/৬) ৬২.২ ওভারে ১৬৮ (মুমিনুল ৪১, লিটন ২৯, রুবেল ৫, আবু জায়েদ ৩, ইবাদত ০*; আফ্রিদি ১৬-৬-৩৯-১, আব্বাস ১৭.৪-৬-৩৩-১, নাসিম ৮.২-২-২৬-৪, ইয়াসির ১৭.২-৩-৫৮-৪, শফিক ৩-০-১২-০)
ফল: পাকিস্তান ইনিংস ও ৪৪ রানে জয়ী
Discussion about this post