ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে যাদু দেখিয়ে পাঁচ উইকেট নিয়েছেন মেহেদি হাসান। একইসঙ্গে রোববার পিনাক ঘোষ এবার করেন সেঞ্চুরি। সেঞ্চুরির অপেক্ষায় আফিফ হোসেন। দক্ষিণাঞ্চলের বিপক্ষে ফলোঅনে পড়ে লড়ে যাচ্ছে পূর্বাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে কক্সবাজারে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল তুলেছে ৫ উইকেটে ৩২৩। ৫ উইকেট হাতে নিয়ে ১৪৭ রানে এগিয়ে দলটি।
ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে টিকে আছেন আফিফ (৯৩) ও জাকির হাসান ২৮। পিনাক ঘোষের ব্যাটে ১২১ রান।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করে পূর্বাঞ্চল। ১২ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ৩০৬ রানে অলআউট। ১৭৬ রানের লিড পেয়ে পূর্বাঞ্চলকে ফলোঅন করায় দক্ষিণাঞ্চল। মোহাম্মদ আশরাফুল ৬ চারে ২৭ বলে ২৮ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪৮২/১০
পূর্বাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ২৭০/৫) ৯৫.২ ওভারে ৩০৬ (পিনাক ৮০, আশরাফুল ৭১, ইয়াসির ৪৪, ইমরুল ২৮, আফিফ ১৫, নাসির ২৮, জাকির ২৫, সাকলাইন ২, রেজাউর ০, হাসান ২, নোমান ২*; ফরহাদ ১২-৩-৩২-১, রবিউল ৯-১-৩৬-০, রাজ্জাক ৩৩-৪-১০৭-৩, মেহেদি ৩১.২-৮-১০২-৫, কামরুল ১০-১-২২-১)
পূর্বাঞ্চল ২য় ইনিংস: (ফলোঅন) ৭০ ওভারে ৩২৩/৫ (পিনাক ১২১, আশরাফুল ২৮, ইয়াসির ৩, ইমরুল ১৬, নাসির ২২, আফিফ ৯৩*, জাকির ২৮*; রবিউল ৩-০-১৩-০, মেহেদি ২৫-৭-৭১-১, রাজ্জাক ২০-১-১১১-১, ফরহাদ ১০-১-৭-০, কামরুল ৭-০-২৭-১, আল আমিন ২-০-৮-০, শামসুর ৩-০-১১-০)।
Discussion about this post