ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ফর্মের দেখা পেলেন মুস্তাফিজুর রহমান। ৪ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলকে লিড এনে দিলেন কাটার মাস্টার। কিন্তু একই দিনে ব্যাট হাতে ব্যর্থ মুশফিকুর রহিম। শনিবার ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল।
উইকেটে আছেন অধিনায়ক শুভাগত হোম চৌধুরী (২৮)। দল এগিয়ে ১৯১ রানে।
ফর্মে নেই, তাই বাদ পড়েছিলেন টেস্ট দল থেকে। তবে এবার ঠিকই ছন্দে ফিরলেন মুস্তাফিজ। ঘরোয়া ক্রিকেটে চেনা গেল দ্য ফিজকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার উত্তরাঞ্চলের বিপক্ষে ৬৮ রানে নেন চার উইকেট। এনিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে অষ্টমবারের মতো পেয়েছেন চার উইকেট।
তবে হতাশ করেন মুশফিক। ২৬ বলে মাত্র ২ রানে অলআউট তিনি। যা একটু লড়েন আরিফুল হক। ফিফটি করেন তিনি। উত্তরাঞ্চলকে ১৬৬ রানে অলআউট।
এরপর ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শুরুর ধাক্কা সামলে উঠে দল। প্রতিরোধ গড়েন আব্দুল মজিদ ও তাইবুর রহমান। গড়েন ৮৯ রানের জুটি। ৪৭ রান করেন তাইবুর। ১২৬ বলে ৬৯ রান তুলেন মজিদ।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪৮.৫ ওভারে ১৭০
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৬৩.৪ ওভারে ১৬৬ (আগের দিন ৮৯/৩) (নাঈম ২২, মুশফিক ২, তানবীর ৫, আরিফুল ৫০, এনামুল জুনিয়র ৬, সুমন ০, তাসকিন ০, সাকিল ১*; মুস্তাফিজ ২৩-৪-৬৮-৪, শহিদুল ১৮-৭-৪৯-১, মুকিদুল ৯-২-৩২-১, সানি ৮.৪-২-১০-২, শুভাগত ৫-৪-১-১)
মধ্যাঞ্চল ২য় ইনিংসঃ ৫১.৩ ওভারে ১৮৭/৫ (নাঈম ০, মার্শাল ১১, রকিবুল ২৭, মজিদ ৬৭, তাইবুর ৪৭, শুভাগত ২৮*, জাকের ০*; তাসকিন ১৪-১-৪৬-২, সাকিল ১০.৩-০-৪৮-১, সুমন ৮-১-২২-১, এনামুল জুনিয়র ৫-০-২৫-০, আরিফুল ১০-১-২৭-১, তানবীর ৪-১-১৮-০)
Discussion about this post