ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একাদশে সুযোগ পেয়েই নিজেকে চেনালেন মোহাম্মদ আশরাফুল। আরেকটু হলে সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারতেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে পিনাক ঘোষ সম্ভাবনা জাগিয়ে ফিরলেন। তাদের ফিফটিতে দক্ষিণাঞ্চলের বড় সংগ্রহের জবাবে লড়ছে পূর্বাঞ্চল।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে কক্সবাজারে শনিবার দ্বিতীয় দিন শেষে তুলেছে ৫ উইকেটে ২৭০ রান। ২১২ রানে পিছিয়ে আছে তারা। নাসির হোসেন ১২ ও জাকির হাসান ১৩ রানে নামবেন রোববার। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল তুলে ৪৮২ রান।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ৬ উইকেটে ৪৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন করে দক্ষিণাঞ্চল বেশিদূর যেতে পারনি। ৩৯ রান যোগ করতেই শেষ ৪ উইকেট।নুরুল হাসান সোহান ফেরেন ১৫৫ রানে।
জবাবে নেমে পিনাক ফিফটি করেন ৭৫ বলে। ১০০ বলে পঞ্চাশ আশরাফুলের। দু’জন গড়েন ১৪৬ রানের উদ্বোধনী জুটি। আশরাফুল ১২৩ বলে ১২ চারে করেন ৭১ রান। পিনাক ঘোষ ১৫১ বলে ১২ চার ও একটি ছক্কায় ৮০।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আাগের দিন ৪৪৩/৬) ১০১.৩ ওভারে ৪৮২ (সোহান ১৫৫, ফরহাদ ২৬, রবিউল ১২*, রাজ্জাক ৪, কামরুল ৪; হাসান ২৫-৪-৭২-২, রেজাউর ১৪.১-২-৯৬-৩, নোমান ১৩-১-৬৫-০, সাকলাইন ২৫-৪-১২৬-৩, আফিফ ২-০-১৪-০, আশরাফুল ১৪.৩-৩-৬৩-১, নাসির ৭.৫-০-৪২-০)
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৭০/৫ (পিনাক ৮০, আশরাফুল ৭১, ইয়াসির ৪৪, ইমরুল ২৮, আফিফ ১৫, নাসির ১২*, জাকির ১৩*; ফরহাদ ৭-২-১৫-১, রবিউল ৯-১-৩৬-০, রাজ্জাক ২৯-৩-১০২-২, মেহেদি ২৮-৬-৯৮-২, কামরুল ৫-০-১৩-০)।
Discussion about this post