ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অতীত আশাবাদী করছে না। বেশ কয়েক বছর ধরেই ভারতের সঙ্গে ম্যাচ মানেই তীরে এসে তরী ডোবার গল্প। এইতো গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের দেয়া সহজ লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছে যেয়েও হারে বাংলাদেশ। ফের সামনে ভারতীয় দল। যাদের হারাতে পারলেই লেখা হবে নতুন ইতিহাস। দল জিতবে বিশ্বকাপ।
পচেফস্ট্রুমে রোববার দুপুর দুইটার ফাইনালে ভারতের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা। এ ম্যাচের পরিকল্পনা কি? নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান করা মাহমুদুল হাসান জয় বলেন, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবেন, ‘আমরা আমাদের স্বাভাবিক পরিকল্পনায়ই খেলবো। ফাইনাল বলে যে বাড়তি চাপ নিতে হবে, তেমন কিছু না। আমরা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবো। ইনশাআল্লাহ্, ভালো কিছুই হবে।’
সেমিতে কিউইদের বিপক্ষে মাহমুদুল খেলেন ১২৭ বলে ১০০ রানের স্মরণীয় ইনিংস। এই সাফল্যের পর বলছিলেন, ‘এটা আমার জন্য বিশেষ একটি ইনিংস। কারণ বাংলাদেশ এই প্রথম ফাইনালে উঠল। বাংলাদেশ এর আগে সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। অধিকাংশ সময় এর আগেই নক আউটে বাদ পড়েছে। প্রথমবারের মতো ফাইনালে ওঠায় এটা আমার জন্য বিশেষ এক ইনিংস।’
অধিনায়ক আকবর আলি বলেন, ‘আমরা অন্য আট-দশটা ম্যাচের মতোই রোববাের ফাইনাল খেলব। আমাদের প্রথম ফাইনাল, এটা ভেবে চাপ নেব না। ভারত খুব ভালো দল। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে।’
যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ।
Discussion about this post