ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যেকোন কন্ডিশনে বিশেষ করে টেস্টে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। তবে যে কোন মূহুর্তে যেকোন অবস্থায় টাইগাররা ঘুরে দাঁড়াতে পারে। ব্যাপারটি ভালো করেই জানেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। তাই রাওয়ালপিন্ডি টেস্টে কোনভাবেই সফরকারীদের হালকাভাবে নিচ্ছে পাকিস্তান।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের জন্য শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। গত কয়েক বছর ব্যাপারটির একধিকবার প্রমাণও দিওেয়ছে টিম টাইগার্স। তবে টেস্টে পাকিস্তান এখনও অনেক এগিয়ে। দুই দলের ১০ টেস্টের নয়টিতেই জিতেছে দলটি। ড্র হয়েছে একটি ম্যাচ।
আইসিসির নিষেধাজ্ঞায় নেই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাননি মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম। তুলনামুলক দুর্বল বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক পাকিস্তান। সঙ্গে পরিসংখ্যানও পক্ষে কথা বলছে তাদের। তবু টাইগারদের হালকাভাবে নিচ্ছেন না আজহার। সতীর্থদের সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি, ‘বাংলাদেশ খুব শক্ত প্রতিপক্ষ হতে পারে। চমকে দিতে পারে। তাদেরকে সহজভাবে নিচ্ছি না আমরা। তাদের দলে ম্যাচ জেতানো ক্রিকেটার রয়েছে। অবশ্যই তাদের দলে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই। কিন্তু আমি যেমনটা আগেই বলেছি, স্বাগতিক হিসেবে আমরা একটু এগিয়ে থাকতে পারি, কিন্তু মাঠের বাইরে থেকে কিছু জেতা যায় না। আমাদের সেটা মাঠে করে দেখাতে হবে।’
বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই দুই দলের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে ম্যাচ দুটি। দুই দলের মধ্যে শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৫ এপ্রিল করাচিতে।
Discussion about this post