ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাঠ ও মাঠের বাইরে কোন ব্যাপারই খুব একটা কথা বলেন না লিওনেল মেসি। কিন্তু এবার হঠাৎ-ই ক্ষেপেছেন বার্সেলোনার তারকা। শুধু তা-ই নয়, কড়া সমালোচনাও করেছেন তারই প্রাক্তন সতীর্থ এরিক আবিদালের।
বার্সেলোনার এক সময়ের তারকা ও বর্তমানে ক্রীড়া পরিচালক এরিক আবিদালকে এক হাত নিয়েছেন মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবিদাল জানান, বার্সেলোনার সাবেক কোচ আরনাস্তে ভালভার্দের সময়ে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করতেন না। এমন মন্তব্যে বিরক্ত মেসি। তাইতো ৩২ বছর বয়সি কিং লিও ক্ষেপেছেন, ‘আপনি যখন খেলোয়াড়দের নিয়ে কথা বলছেন তখন আপনার নির্দিষ্ট করে তাদের নাম জানানো উচিত। হাওয়ায় একটা কথা ছড়িয়ে দিলাম তা তো হতে পারে না। আর এটা এমন অভিযোগ যেটা মোটেও সত্য নয়।’
এ মৌসুমের শুরুতে ভালভার্দের অধীনে বার্সেলোনা খুব একটা ভালো করতে পারছিলো না। তাই তাকে ছাঁটাই করে মেসিদের দায়িত্ব কাতালান ক্লাবটি দিয়েছে কিকে সেতিয়েন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আবিদাল বলেন, ‘অনেক খেলোয়াড় আছে তারা যথেস্ট পরিমাণে পরিশ্রম করেনি ভালভার্দের সময়ে। পাশাপাশি দলে অভ্যন্তরীণ যোগাযোগের ঘাটতি ছিল। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমি একটা বুঝতে পারছি সহজেই।’
আবিদালের কথা শোনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেন,‘ আন্তরিকভাবে দুঃখিত, আমি এ বিষয়গুলো নিয়ে কখনো প্রকাশ্যে আসতে চাই না। তবে প্রত্যেককে নিজের দায়িত্ব এবং নিজের সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকা উচিত।
‘মাঠে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ খেলোয়াড়দের দোষ। আমরাও তা মেনে নিয়েছি যে আমরা খারাপ করেছি। খেলোয়াড় বিভাগের প্রধান হিসেবে তাকেও ব্যর্থতার ভাগ নিতে হবে।’
Discussion about this post