ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা থেকে দোহা, এরপর ইসলামাবাদ! সবশেষে বাস যাত্রায় রাওয়ালপিন্ডি পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল। সব মিলিয়ে প্রায় ১৩ ঘন্টার ভ্রমণ! বুধবার দিনটা বিশ্রামেই কাটিয়েছেন মুমিনুল হকরা। তবে বৃহস্পতিবারই নেমে পড়বেন অনুশীলনে। শুক্রবার শুরু রাওয়ালপিন্ডি টেস্ট।
সাদা পোশাকের ক্রিকেটে উন্নতির জন্য সব রকম চেষ্টায় করছে টাইগাররা এবার সেটা মাঠের ক্রিকেটেও দেখাতে চান মুমিনুল হকরা। তবে গত মাসের শেষ দিকে পাকিস্তানে টি-টুয়েন্টি সিরিজ খেলে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। এপ্রিলে ফের পাক সফরে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। সে সময় একটি ওয়ানডের সঙ্গে সিরিজের বাকি টেস্টটিও খেলে আসবেন।
পিসিবির পক্ষ থেকে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার জন্য স্বাগত জানানো হয়েছে বাংলাদেশ টেস্ট দলকে। টুইটে লেখা হয়েছে, ‘ইসলামাবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। এখনই ম্যাচের টিকিট সংগ্রহ করে ফেলুন।’
কাতার এয়ারওয়েজে ঢাকা থেকে দোহা। দোহায় প্রায় ৪ ঘণ্টার ট্রানজিট। সেখান থেকে ইসলামাবাদ। ঢাকা থেকে সাড়ে ৩ ঘণ্টার জায়গায় প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নামে বাংলাদেশ দল। ১৬ বছর পর পাকিস্তানে টেস্ট খেলবে টাইগাররা।
এর আগে পাকিস্তানে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু একবারও হাসিমুখে ফিরতে পারেনি টাইগাররা। এবার যদি দৃশ্যপট পাল্টায়!
Discussion about this post