ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দারুণ দাপটে দল পেয়েছে সেমি-ফাইনালের টিকিট। এবার নিউজিল্যান্ডকে হারাতে পারলেই দল উঠে যাবে ফাইনালে।
আইসিসির কোন টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য সেমিতে খেলা। সেই অর্জন ছাপিয়ে যাওয়ার সুযোগ এসেছে অনূর্ধ্ব-১৯ দলের। বৃহস্পতিবার যুব বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আকবর আলির দল।
পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল বাংলাদেশ। গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও জিম্বাবুয়েকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে ওঠে আকবর আলীর দল। শেষ আটের ম্যাচ দক্ষিণ আফ্রিকান হারিয়ে উঠেছে শেষ চারে। অন্যদিকে গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ ভেসেছিল বৃষ্টিতে। পরে শ্রীলঙ্কান যুবাদের বিপক্ষে তারা পেয়েছিল কষ্টার্জিত জয়। এরপর গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরে যায় কিউইরা। পরে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে।
এবার নিউজিল্যান্ডকে হারাতে পারলেই মিলবে ফাইনালের টিকিট। যেখানে এর আগেি্ বসে আছে ভারত। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
Discussion about this post