ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তানের বিপক্ষে টেস্ট মিশনের আগে সুখবরই পেলেন তামিম ইকবাল ও আল আমিন হোসেন। পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দল ০-২ ব্যবধানে হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে ভাল ছিল তামিম ইকবাল ও আল আমিন হোসেনের। তার পথ ধরে তারা পেলেন সুখবর। র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠেছেন তামিম। বোলারদের র্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠেছেন আল আমিন।
পাকিস্তানের মাঠে তামিম করেন ১০৪ রান। বল হাতে আল আমিন উইকেট পেয়েছিলেন একটি, তবে করেছিলেন মিতব্যয়ী বোলিং। এ কারণেই র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার।
নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেন ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুল। এ তারকা ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে। ৫ ইনিংসে ৫৬ গড়ে ২২৪ রান করে সিরিজ সেরা হন তিনি। একধাপ করে নিচে নেমে গেলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৩) ও নিউজিল্যান্ডের কলিন মানরো (৪)। আর দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ডের ডেভিড মালান এখন পাঁচে। আগের মতোই শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। দুইয়ে মুজিব উর রহমান ও এরপরই নিউজিল্যান্ডের বোলার মিচেল স্যান্টনার।
Discussion about this post