ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু বিপিএলে সোমবার শুরু হচ্ছে শিরোপার শেষ ধাপের লড়াই। ফাইনালে উঠার মিশন। তার আগে শীর্ষ তিন দলের পয়েন্টই সমান ১৬। রানরেটে এগিয়ে খুলনা টাইগার্স। এরপরই আছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৪ পয়েন্ট নিয়ে শেষ দল ঢাকা প্লাটুন।
বিদায় নিয়েছে সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। এ অবস্থায় খুলনা-রাজশাহী প্রথম কোয়ালিফায়ারে লড়বে। যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলটি আরেকটি পরীক্ষার সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।প্রথম এলিমিনেটরে মুখোমুখি চট্টগ্রাম ও ঢাকা। প্রথম কোয়ালিফায়ারে খুলনা ও রাজশাহীর মধ্যকার হারা দলের মুখোমুখি হবে এলিমিনেটরে জিতে আসা দল।
প্লে-অফের সময়-সূচি
এলিমিনেটর
ঢাকা-চট্টগ্রাম ১৩ জানুয়ারি, দুপুর ১.৩০মিনিট
প্রথম কোয়ালিফায়ার
খুলনা-রাজশাহী (১৩ জানুয়ারি, সন্ধ্যা ৬.৩০মিনিট)
দ্বিতীয় কোয়ালিফায়ার
এলিমিনেটরে জয়ী-প্রথম কোয়ালিফায়ারে হারা দল (১৫ জানুয়ারি, সন্ধ্যা ৬.৩০মিনিট)
ফাইনাল
প্রথম কোয়ালিফায়ারে জয়ী-দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (১৭ জানুয়ারি, সন্ধ্যা ৭টা)
প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে
Discussion about this post