ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গেল বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন। তাই অনেকে ধরেই নিয়েছিলেন দ্রুতই দেশের জার্সি তুলে রাখবেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু না। তেমনই আপাতত হচ্ছে না। এ আভাসই একদিন আগেই দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। ঠিক সে সময় জানা গেল বিসিবিও নতুন চুক্তিতে রাখছে লড়াইন এক্সপ্রেসকে।
রোববার বোর্ড সভায় বসবে বিসিবি। সেখান থেকেই আসবে দুটি সিদ্ধান্ত। এক. মাশরাফির সঙ্গে চুক্তি। দুই. ওটিন গিবসন বোলিং কোচ হবেন কি না। ক্রিকেটারদের সঙ্গে বিসিবির নতুন চুক্তিতে স্বাভাবিকভাবেই থাকছেন না সাকিব আল হাসান। ফিক্সিংসের প্রস্তাব গোপন করায় এ অলরাউন্ডার রয়েছেন এক বছরের নিষেধাজ্ঞায়। যে কারণে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত ক্রিকেটে মাঠের ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। তবে বিসিবির নতুন চুক্তিতে বহাল থাকছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
কোন কোন ক্রিকেটার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন তার একটা মৌলিক ধারণা সাধারণত আসে নির্বাচকদের কাছ থেকে। এরপর সে তালিকায় পৌঁছায় টিম অপারেশন্সের কাছে। পরে বোর্ড সভায় যা পাস হয়।
বেশ কয়েক মাস ধরেই মাশরাফির ফর্ম ভালো যাচ্ছে না। যা এবারের বিপিএলেও দেখা যাচ্ছে। যে কারণে তার বিকল্প ভাবনায় সময় এসেছে বিসিবির সামনে। কিন্তু সাকিব আল হাসান নিষিদ্ধ থাকায় এখনই তেমন কিছু ভাবতেই চাইছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাই তার সঙ্গে ফের চুক্তি করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। শনিবার বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথায় পাওয়া গেছে সে আভাস। যা রোববার সত্যি হবে বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post