ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিডনি টেস্টে প্রথম ইনিংস ঘূর্ণি জাদু দেখিয়ে ৫ উইকেট নিয়েছিলেন নাথান লায়ন। তাতে বড় বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। সোমবার দ্বিতীয় ইনিংসেও অতিথিদের বড় পরীক্ষায় ফেলেন সেই লায়ন। নেন ৫ উইকেট। সব মিলিয়ে দুই ইনিংসে এ অফস্পিনার পকেটে পুরেন ১০ উইকেট। তার এমন নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট জিতে কিউইদের হোয়াইটওয়াশের লজ্জায় দিয়েছে স্বাগতিকরা।
সোমবার সিডনি টেস্টে অস্ট্রেলিয়া জেতে ২৭৯ রানে। এরফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ তে পকেটে পুরে নেন টিম পেইনের দল।
জিততে নিউজিল্যান্ডের দরকার ছিল ৪১৬ রান। গতকাল এ টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে অবশ্য দলটি নাথান লায়নের ঘূর্ণিতে গুটিয়ে যায় মাত্র ১৩৬ রানে। এরআগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৫৪ রানের জবাবে কিউইরা করেছিল ২৫৬ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২ উইকেটে ২১৭ রানে ইনিংস ঘোষণা করেছিল।
প্রথম ইনিংসে ৬৮ রানে লায়ন নিয়েছিলেন ৫ উইকেট। গতকাল সেই তিনিই আবার পেলেন ৫০ রানে ৫ উইকেট। সব মিলিয়ে এ স্পিনার ক্যারিয়ারে তৃতীয়বার ম্যাচে পেলেন ১০ উইকেট, ইনিংসে পাঁচ উইকেট হলো ১৮বার।
নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ব্লানডেল ও টম ল্যাথামকে শুরুতেই ফিরিয়ে দেন স্টার্ক। অন্যদিকে জিট রাভালকে দিয়ে শিকার শুরু করেন লায়ন। কিছুক্ষণ পরই গ্লেন ফিলিপসকেও তুলে নেন তিনি।
নিউজিল্যান্ডের বিপদের সময় হাল ধরতে পারেননি রস টেইলর। তাকে ২১ রানে বোল্ড করে দেন প্যাট কামিন্স। সব মিলিয়ে ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা সফরকারীদের খানিকটা লড়াইয়ে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম ও বিজে ওয়াটলিং। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ৬৮ বলে ৫২ রান করা ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে ৬৯ রানের জুটি ভাঙেন লায়ন। এ স্পিনারই ওয়াটলিংয়ের প্রতিরোধ ভেঙে এনে দেন বড় জয়।
এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিনা উইকেটে ৪০ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া এগিয়ে যায় ওয়ার্নার ও জো বার্নসের ব্যাটে। এলবিডব্লিউর সফল রিভিউ নিয়ে বার্নসকে ফিরিয়ে ১০৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন টম অ্যাস্টল। পরে
আরেকটি শতরানের জুটি গড়েন ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। আগের পাঁচ ইনিংসে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারা ওয়ার্নার এবার করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯ চারে ১৫৯ বলে ১১১ রানে অপরাজিত ছিলেন এ বাঁহাতি। অন্যদিকে দ্রুত রান তোলার চেষ্টায় সীমানায় ক্যাচ দিয়ে লাবুশনে ফিরেন ৫৯ রানে। যে কারণে ২ উইকেটে ২১৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। পরে লায়ন-স্টার্কদের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়া জয় তুলে নেয় চার দিনেই।
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা হয়েছেন মার্নাস লাবুশনে। এদিকে পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত খেলার সুবাদে সেই তিনিই হয়েছেন আবার সিরিজ সেরা।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৫৪
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৫৬
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২১৭/২ ইনিংস ঘোষণা (ওয়ার্নার ১১১*, বার্নস ৪০, লাবুশেন ৫৯; হেনরি ১২-২-৫৪-১, ডি গ্র্যান্ডহোম ১৩-১-৪৩-০, ওয়েগনার ৯-১-৩৭-০, সমারভিল ১০-০-৩৬-০, অ্যাস্টল ৮-১-৪১-১)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৪৭.৫ ওভারে ১৩৬ (ল্যাথাম ১, ব্লানডেল ২, রাভাল ১২, টেইলর ২২, ফিলিপস ০, ওয়াটলিং ১৯, ডি গ্র্যান্ডহোম ৫২, অ্যাস্টল ১৭, সমারভিল ৭, ওয়েগনার ০*, হেনরি আহত অনুপস্থিত; স্টার্ক ৯-৩-২৫-৩, কামিন্স ১১-৩-২৯-১, প্যাটিনসন ৬-৩-৮-০, লায়ন ১৬.৫-৪-৫০-৫, লাবুশেন ৫-০-২০-০)
ফল: অস্ট্রেলিয়া ২৭৯ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা: মার্নাস লাবুশেন
সিরিজ সেরা: মার্নাস লাবুশেন
Discussion about this post