ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফর্মে নেই তিনি। বঙ্গবন্ধু বিপিএলে কথাও বলছে না তার ব্যাট। এমন কী মোসাদ্দেক হোসেন সৈকতের দল সিলেট থান্ডারও হতাশ করছে। এবার দলের অধিনায়ক পড়লেন ইনজুরিতে। চোটে শেষ হয়ে গেছে তার বিপিএল। প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে মোসাদ্দেককে।
বিপিএলে এবার ৮ ম্যাচে ১টি ফিফটিতে ১৯০ রান করেন মোসাদ্দেক। উইকেট নেনতিনটি। তার বদলে সিলেট পর্বে সিলেট থান্ডারের নেতৃত্বে আছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার।
সোমবার রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ঘাড়ের নিচের দিকে চোট পান মোসাদ্দেক। এরমধ্যে দলের সঙ্গে সিলেটে এলেও নামতে পারেননি মাঠে। ঢাকা ফিরে শনিবার স্ক্যান করতেই ধরা পড়ে ‘গ্রেড টু টিয়ার।’
এ অবস্থায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হলে সেখানেও দলের বাইরে থাকতে হবে মোসাদ্দেককে। বাংলাদেশের সবশেষ সিরিজে ভারতে তিন টি-টুয়েন্টির দুটিতে খেলেন তিনি।
Discussion about this post