ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু বিপিএলে আগের চার ম্যাচে শেন ওয়াটসন ছিলেন সুপার ফ্লপ। রংপুর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৫, ১, ৭ ও ২ রান। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তার। সমালোচনার জবাবটা ব্যাট হাতেই দিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান। তিনি ফর্মে ফিরলেন, দলও পেল দুর্দান্ত এক জয়।
সিলেট থান্ডারের বিপক্ষে রংপুর তুলে নিয়েছে ৩৮ রানের অনায়াস জয়।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে সিলেট থান্ডার প্রথমে ব্যাট করতে পাঠায় রংপুর রেঞ্জার্সকে। উত্তরবঙ্গের দলটি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১৯৯ রান। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে অলআউট হয়ে সিলেট করে ১৬১ রান।
বঙ্গবন্ধু বিপিএলে ১০ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতে সিলেট। সমান ম্যাচে চার জয়ে তাদের ঠিক ওপরেই রংপুর। এই হারেপরের রাউন্ডে খেলার স্বপ্ন শেষ সিলেটের। জয়ে এখনো সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে রংপুর।
প্রথমে ব্যাট করতে নেমে রংপুরকে ভাল সূচনা এনে দেন মোহাম্মদ নাঈম ও ওয়াটসন। পাওয়ার প্লের ৬ ওভারে রংপুর করে ৬৩ রান। নাঈম ৩৩ বলে ৪২ করে ফেরেন সাজঘরে। দ্বিতীয় উইকেটে ক্যামেরন দেলপোর্তের সঙ্গে জুটি গড়েন ওয়াটসন। এরপর দেলপোর্তকে (১৮ বলে ২৫) আগেই ফেরান ইবাদত হোসেন। আর ৩৭ বলে ৬৯ রান করে ফেরেন ওয়াটসন।
শেষ প্রান্তে মোহাম্মদ নবির ১৭ বলে ২৩ ও ফজলে মাহমুদ রাব্বির ৮ বলে ১৬। দল পায় ১৯৯ রান।
এরপর সিলেটের হয়ে ওপেনিংয়ে আন্দ্রে ফ্লেচার ফেরেন ১৯ রানে। তিন নম্বরে নেমে মোহাম্মদ মিঠুন ২২ বলে করেন ৩০ রান। তারপর স্রেফান রাদারফোর্ডের ব্যাটে এগিয়ে যায় দল। ৩৫ ম্যাচের ক্যারিয়ারে এই বাঁহাতি ব্যাটসম্যান প্রথম ফিফটির স্বাদ পেলেন । ৩৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি।
রংপুরের হয়ে ফের বল হাতে চমক দেখান মুস্তাফিজুর রহমান। নেন ২ উইকেট। ১৬ উইকেট নিয়ে দ্য ফিজ এখন অব্দি চলতি বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রেঞ্জার্স: ২০ ওভারে ১৯৯/৫ (নাঈম ৪২, ওয়াটসন ৬৮, দেলপোর্ত ২৫, গ্রেগোরি ১৫, নবি ২৩, ফজলে মাহমুদ ১৬*, আল আমিন ০*; সান্টোকি ৪-০-৫৬-১, ইবাদত ৪-০-৩০-২, রাদারফোর্ড ৪-০-২৮-১, নাঈম ১-০-২১-০, মনির ৪-০-২৫-১, সোহাগ ৩-০-৩৪-০)।
সিলেট থান্ডার: ১৯.১ ওভারে ১৬১ (ফ্লেচার ১৯, মজিদ ৭, মিঠুন ৩০, রাদারফোর্ড ৬০, শফিকউল্লাহ ১০, সোহাগ ১ রনি ০, সান্টোকি ৬, নাঈম ৮, ইবাদত ০, মনির আহত অনুপস্থিত; সানি ২-০-১৮-০, মুস্তাফিজ ৩.১-০-১৮-২, তাসকিন ৪-০-৩৯-২, গ্রেগোরি ৪-০-২৭-১, নবি ৪-০-২৭-১, দেলপোর্ত ২-০-২৫-১)।
ফল: রংপুর রেঞ্জার্স ৩৮ রানে জয়ী
ম্যাচসেরা: শেন ওয়াটসন
Discussion about this post