ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাল্টা জবাবে বাজিমাত প্রায় করেই ফেলেছিলেন তিনি। কিন্তু যোগ্য সঙ্গী পেলেন কোথায়? হল না। বিফলেই গেল মুশফিকুর রহিমের লড়াই। খুলনা টাইগার্সও পেলো না জয়ের দেখা। অধিনায়কের ৩৩ বলে ৬ চার আর ৪ ছক্কায় গড়া ৬৪ রানের ইনিংসটা বিফলেই গেল।
শুক্রবার ছুটির দিনে বঙ্গবন্ধু বিপিএলে খুলনার বিপক্ষে ১২ রানে জয় তুলে নিয়েছে ঢাকা প্লাটুন। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা। ৯ ম্যাচে ঢাকার পয়েন্ট ১২। ৮ ম্যাচে ১০ পয়েন্ট খুলনার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের স্লো উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা তুলে ১৭২ রান।জবাব দিতে নেমে ১৬০ রানে থামে খুলনা।
শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৩ বল খেলেই দলের সর্বোচ্চ স্কোরার আসিফ আলি। ২ চার ও ৪ ছক্কায় পাকিস্তানি অপরাজিত ৩৯ রানে। টস জিতে খুলনা বোলিং শুরু করে তানভির ইসলামের বাঁহাতি স্পিন দিয়ে। তবে খুব যে সফল তা বলা যাবে না। ৫ ওভারে ঢাকার রান ছিল ৪৪। এরমধ্যে মোহাম্মদ আমিরের বল ঠিকমতো খেলতে না পেরে আউট তামিম ইকবাল। করেন ২৩ বলে ২৫।
বেশিদুর যেতে পারেন নি এনামুল হক বিজয়। ১৩ বলে ১৫ করেন তিনি আরিফুল হক ও মুমিনুল হক গড়েন ৫৬ রানের জুটি। কিন্তু খেলেন ৪৭ বল! ৩৬ বলে ৩৮ করে আউট মুমিনুল। আরিফুল ৩৭ রানের ইনিংসে বল খেলেন ৩০টি।
জবাবে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। তখনই হাল ধরেন মুশফিক। কিছুটা সময় লড়েন নাজিবুল্লাহ জারদান (৩১)। কিন্তু ক্যারিয়ার সেরা বোলিংয়ে হাসান মাহমুদ ঢাকাকে এনে দেন প্রয়োজনীয় জয়। ৩২ রানে ৪ উইকেট নেন হাসান। হাসিমুখে মাঠ ছাড়ে তার দল।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৭৪/৪ (তামিম ২৫, এনামুল ১৫, মুমিনুল ৩৮, মেহেদি ১, আরিফুল ৩৭*, আসিফ ৩৯*; তানভির ১-০-৮-০, ফ্রাইলিঙ্ক ৪-০-১৮-০, মিরাজ ১-০-১৫-০, আমির ৪-০-২৭-২, শহিদুল ৪-০-৪১-০, শফিউল ৪-০-৪৪-১, বিপ্লব ২-০-১৫-১)।
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৬০/৮ (মিরাজ ১৫, বিপ্লব ৪, রুশো ১৮, শামসুর ৩, মুশফিক ৬৪, নাজিবউল্লাহ ৩১, ফ্রাইলিঙ্ক ৬, শহিদুল ৬*, আমির ৫ ; মাশরাফি ৩-০-২৬-১, ফাহিম ৪-০-৩১-১, হাসান ৪-০-৩২-৪, মেহেদি ১-০-৭-০, শাদাব ৪-০-২৫-১, থিসারা ৪-০-৩৬-১)।
ফল : ঢাকা প্লাটুন ১২ রানে জয়ী
ম্যাচসেরা : হাসান মাহমুদ
Discussion about this post