ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিয়ম অমান্য করায় ফাঁসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বাইলজ অনুসরণ না করে ইচ্ছা মতো নিয়মনীতি নিয়ম পাল্টানোর অভিযোগ এনে এবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) ও বিসিবির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল সোনার বাংলা ক্রীড়াচক্রের কো-অর্ডিনেটর আলী আহমেদ সাধু এ নোটিশ পাঠিয়েছেন। জানা গেছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন, সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম, সদস্য সচিব কো-অর্ডিনেটর আলী হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
তৃতীয় বিভাগ লিগে পয়েন্ট তালিকার ক্রম ঠিক করতে এবার দুই নিয়ম বাস্তবায়ন করে সিসিডিএম। বাইলজে পয়েন্ট সমান হলে প্রথমে জয়ের সংখ্যা ধরার কথা উল্লেখ আছে। কিন্তু সেটি না মেনে সুপার লিগের ৮ দলের ক্রম ঠিক করা হয় মুখোমুখি লড়াইয়ের জয় হিসাব করে।
টুর্নামেন্টের রানার্সআপ নির্ধারণের ক্ষেত্রে ফের বেশি ম্যাচ জয়ের হিসাবে ফিরে যায় সিসিডিএম। এ কারণে তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উঠতে পারেনি সোনার বাংলা ক্লাব। এই বিষয়টা নিয়ে সিসিডিএম ও বিসিবির ব্যাখ্যা চেয়েও পায়নি ক্লাবটি। তারপরই তারা উকিল নোটিশ পাঠালেন।
তৃতীয় বিভাগ লিগের সর্বশেষ লিগ তালিকায় সোনার বাংলা ক্রীড়াচক্র ও গুলশানের পয়েন্ট সমান সমান ছিল। জয়ের সংখ্যার বিচারে গুলশান এক ম্যাচ বেশি জিতে সোনার বাংলার চেয়ে। কিন্তু ‘হেড টু হেডে’ এগিয়ে ছিল সোনার বাংলা।
গত রোববার বিসিবি ও সিসিডিএমে ওই আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে। সোনার বাংলা ক্রীড়াচক্র ক্লাব জানায়, এবারের তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সিসিডিএম দু’বার দুইরকম বাইলজ করেছে। প্রথমে বলা হয়েছে, দুই দলের পয়েন্ট সমান হলে সর্বাধিকসংখ্যক জয়ের বদলে ‘হেড টু হেড’ ধরা হবে।
সেভাবেই প্রথম লিগ থেকে চারটি করে আট দলকে নিয়ে সুপার লিগ করা হয়েছে। কিন্তু লিগ টেবিলের রানার্সআপ নির্ধারণের সময় আবার সেই আইন পাল্টে সর্বাধিকসংখ্যক জয়কে মানদণ্ড- ধরার কথা বলা হয়েছে। তাতে করেই সোনার বাংলা ক্রীড়াচক্রের তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে ওঠতে পারেনি।
Discussion about this post