ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের বিগ ব্যাশে অভিনব এক ব্যাট নিয়ে শিরোনামে আফগানিস্তান অলরাউন্ডার রশিদ খান। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন রেনেগাদেস দলের ম্যাচে ঢেউ খেলানো ব্যাট ব্যবহার করেন এই আফগান। অভিনব এই ব্যাটের উল্টে দিকটি উঠের কুঁজোর মতো উঁচু। যা দেশে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট, এই ব্যাটটির নাম দিয়েছে ক্যামেল ব্যাট’।
এই ব্যাটে ১৬ বল খেলে ২৫ রান করেন রশিদ। ২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ইনিংস সাজিয়েছেন রশিদ। রশিদের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে অ্যাডিলেড স্ট্রাইকার্স ১৫৫ রান তোলে।
‘ক্যামেল’ ব্যাটে চমক দেওয়ার পাশাপাশি আফগানিস্তানের ক্রিকেটার বলেও ভেল্কি দেখিয়েছেন। ৪ ওভার বল করে ১৫ রান খরচ করে ২ উইকেট পেয়েছেন রশিদ। অ্যাডিলেডের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে ১৫৬ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রেনেগার্স ১৩৭ রান তোলে। ১৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স।
আইপিএলেও এমন ব্যাট ব্যবহারের অনুরোধ জানাল সানরাইজার্স। টুইট করে এসআরএইচের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আইপিএল ২০২০তে রশিদকে আমরা ব্যাটে খেলতে দেখতে চাই।’
Discussion about this post