ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই একই দৃশ্যপট। অস্ট্রেলিয়ার সামনে অসহায় আত্মসমর্পন নিউজিল্যান্ডের। টম ব্লানডেল ছাড়া অস্ট্রেলিয়ান বোলারদের সামনে কেউ প্রতিরোধ গড়তে পারল না। জেমস প্যাটিনসন ও ন্যাথান লায়নের বোলিংয়ে চতুর্থ দিনেই উড়ে গেল কিউইরা।
একদিন আগে শেষ হয়েছে মেলবোর্ন টেস্ট। ২৪৭ রানের জয় দিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেছে অজিরা। পার্থে সিরিজের প্রথম টেস্টে টিম পেইনের দল জিতেছিল ২৯৬ রানে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গতকাল ৪৮৮ রানের টার্গেট ছিল কিউইদের সামনে। কিন্তু তারা অলআউট ২৪০ রানে।
তবে লড়লেন একজন। ২১০ বলে ১৫টি চারে ১২১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ওপেনার ব্লানডেল। অন্যরা সুপার ফ্লপ! ৩৫ রানে ৩ উইকেট নেন জেমস প্যাটিনসন। অফস্পিনার নায়ান লায়ন নেন ৮১ রানে ৪ উইকেট।
এর আগে ৪ উইকেটে ১৩৭ রানে চতুর্থ দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ১৬৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা।
ম্যাচসেরা প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড। সিরিজের শেষ টেস্ট শুরু শুক্রবার, সিডনিতে। যেখানে ফলোঅন থেকেই বাঁচতে নামবে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৬৭/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৪৮/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৫৪.২ ওভারে ১৬৭/৫ ইনিংস ঘোষণা (ওয়ার্নার ৩৮, বার্নস ৩৫, লাবুশেন ১৯, স্মিথ ৭, ওয়েড ৩০*, হেড ২৮; বোল্ট ৯-০-৩০-০, সাউদি ১৫-৩-৪৪-০, ডি গ্র্যান্ডহোম ৫-০-১৪-০, ওয়েগনার ১৭.২-১-৫০-৩, স্যান্টনার ৮-০-২২-১)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৭১ ওভারে ২৪০ (ল্যাথাম ৮, ব্লানডেল ১২১, উইলিয়ামসন ০, টেইলর ২, নিকোলস ৩৩, ওয়াটলিং ২২, ডি গ্র্যান্ডহোম ৯, স্যান্টনার ২৭, সাউদি ২, ওয়েগনার ৬*, বোল্ট , আহত অবসর; স্টার্ক ১৫-৩-৫৯-০, কামিন্স ১৮-৪-৪৭-০, প্যাটিনসন ১২-৩-৩৫-৩, লায়ন ২৩-৪-৮১-৪, লাবুশেন ৩-১-১১-১)
ফল: অস্ট্রেলিয়া ২৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: ট্রাভিস হেড
সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে
Discussion about this post