ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি ক্রিকেটের নির্বাসিত এক নায়ক। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন করে আইসিসি এক বছরের নিষেধাজ্ঞা নিয়ে ক্রিকেটের বাইরে। কিন্তু এরমধ্যেই রোববার সুখবর পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই তারকা ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন-এর দশক সেরা একাদশে জায়গা পেয়েছেন।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন সাকিব। গত এক দশকে ১৩১ ওয়ানডে খেলে করেন ৪২৭৬ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১২৪, গড় ৩৮.৮৭। বল হাতে ওয়ানডেতে নিয়েছেন ১৭৭ উইকেট। বোলিং গড় ৩০.১৫। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।
উইজডেনের বিশ্লেষণে ওয়ানডে ক্রিকেটের দশক সেরা ইনিংস রোহিত শর্মার। ২৬৪ রানের ইনিংস খেলেন তিনি। ২০১৪ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঝড় তুলেন। সব মিলিয়ে এক দশকে ৫৩.৫০ গড়ে তুলেন ৮১৮৬ রান।
রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এরপর ভারত অধিনায়ক বিরাট কোহলি। দশ বছরে ২২৬ ওয়ানডে খেলে তিনি করেছেন ১১০৪০ রান, সেঞ্চুরি ৪২টি।
সেরা একাদশে রয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আছেন দু’জন, আর একজন করে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে। দলে নেই পাকিস্তান ও ওয়েষ্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার।
উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশ-
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), এবিডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জশ বাটলার (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ও ডেল স্টেইন ( দক্ষিণ আফ্রিকা)।
একাদশে থাকা ক্রিকেটারদের এক দশকের সাফল্য
খেলোয়াড় | দেশ | ম্যাচ | রান/উইকেট | গড় | সর্বোচ্চ |
রোহিত শর্মা | ভারত | ১৭৯ | ৮১৮৬ | ৫৩.৫০ | ২৬৪ |
ডেভিড ওয়ার্নার | অস্ট্রেলিয়া | ১০৯ | ৪৮৮৪ | ৪৭.৮৮ | ১৭৯ |
বিরাট কোহলি | ভারত | ২২৬ | ১১০৪০ | ৬০.৬৫ | ১৮৩ |
এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | ১৩৫ | ৬৪৮৫ | ৬৪.২০ | ১৭৬ |
জস বাটলার | ইংল্যান্ড | ১৪২ | ৩৮৪৩ | ৪০.৮৮ | ১৫০ |
মহেন্দ্র সিং ধোনি | ভারত | ১৯৬ | ৫৬৪০ | ৫০.৩৫ | ১৩৯* |
সাকিব আল হাসান | বাংলাদেশ | ১৩১ | ৪২৭৬/১৭৭ | ৩৮.৮৭/৩০.১৫ | ১২৪*/৫-২৯ |
লাসিথ মালিঙ্গা | শ্রীলঙ্কা | ১৬২ | ২৪৮ | ২৮.৭৪ | ৬-৩৮ |
মিচেল স্টার্ক | অস্ট্রেলিয়া | ৮৫ | ১৭২ | ২০.৯৯ | ৬-২৮ |
ট্রেন্ট বোল্ট | নিউজিল্যান্ড | ৮৯ | ১৬৪ | ২৫.০৬ | ৭-৩৪ |
ডেল স্টেইন | দক্ষিণ আফ্রিকা | ৯০ | ১৪৫ | ২৪.৮০ | ৬-৩৯ |
Discussion about this post