ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বোলাররা শুধু অসহায়ের মতো দেখলেন! কিছুই যেন করার ছিল না। চট্টগ্রামে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দিনই দেখা মিলল রান বন্যার। দুই দলই প্রাণ খুলে ব্যাট করল। ঢাকা প্লাটুনের রান পাহাও টপকে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
শুরুতে আভিশকা ফার্নান্দো। এরপর লেন্ডল সিমন্স ও ইমরুল কায়েস। শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ঝড়। তার পথ ধরে স্বাগতিক চট্টগ্রাম তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার ১৬ রানে জিতেছে বন্দরনগরীর দলটি।
উত্তেজনা ছড়ানো ম্যাচে ২২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০৫ রানে আটকে যায় মাশরাফি বিন মুর্তজার দল।
রান উৎসবে রেকর্ড হলো। ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ জায়গা করে নিয়েছে বিপিএলের রেকর্ড পাতায়।
চট্টগ্রাম পর্বের প্রথম দিন বুধবার ২০ ওভারে ২২১ রান করে স্বাগতিকরা। জবাবে নেমে ঢাকা থামে ২০৫ রানে। ম্যাচে হয়েছে ৪২৬ রান। বিপিএলের সব আসর মিলিয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি।
তার পথ ধরে ভেঙেছে ৭ বছর পুরানো রেকর্ড। ২০১৩ সালের জানুয়ারিতে চট্টগ্রামের আরেক মাঠ, এমএ আজিজ স্টেডিয়ামে দুরন্ত রাজশাহীর ২১৩ রানের জবাবে বরিশাল বার্নার্স করে ২০৯ রান। ম্যাচে রান হয় ৪২২।
গত বিপিএলে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানসের ম্যাচে হয় ৪০৬ রান। কুমিল্লা করে ২৩৭। এরপর খুলনা থামে ১৫৭ রানে। এরপরই আছে সিলেটের মাঠ। গত বিপিএলে চিটাগং ভাইকিংসের ২১৪ রানের জবাবে খুলনা টাইটানস করে ১৮৮ রান। ম্যাচের মোট রান ৪০২।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ২২১/৪ (সিমন্স ৫৭, ফার্নান্দো ২৬, ইমরুল ৪০, মাহমুদুল্লাহ ৫৯, ওয়ালটন ২৭*, সোহান ৭; মাশরাফি ৩-০-৪২-০, শাকিল ৩-০-২৭-১, মাহমুদ ৪-৫৫-২, মেহেদি ২-০-৩৩-০, থিসারা ৪-০-৩৩-০, আফ্রিদি ৪-০-৩০-০)
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ২০৫ (মুমিনুল ৫২, এনামুল ১, জাকের ২৭, ইভান্স ১৭, আসিফ ১৫, থিসারা ৪৭, আফ্রিদি ৯, মাশরাফি ২৩, মেহেদি ২, মাহমুদ ০, শাকিল ০*; নাসুম ৪-০-২৮-০, মেহেদি রানা ৪-০-২৩-৩, নাসির ৪-০-৬০-২, মুক্তার ৪-০-৪২-৩, উইলিয়ামস ৪-০-৪৮-২)
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী
ম্যাচসেরা: মেহেদি হাসান রানা
Discussion about this post