ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেবারে উড়ন্ত জয়। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে বিশাখাপত্নমে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে হারিয়েছে ভারত। আগের ম্যাচে ২৮৭ রান করেও হার মেনেছিল ভারত। এবার দলকে আরও ১০০ রান তুলল তারা। ৩৮৮ রান জবাবে উইন্ডিজ আটকে গেল ২৮০ রানে।
রোহিত শর্মা ১৫৯ রান কলেও ম্যাচটা হয়ে থাকল কুলদীপ যাদব। হ্যাটিট্রক করে ইতিহাস গড়লেন ভারতীয় এই চায়নাম্যান বোলার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিক করেন কুলদীপ। ওয়ানডেতে এটি এই বোলারের দ্বিতীয় হ্যাটট্রিক। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েই একাধিক হ্যাটট্রিক গড়া ভারতের প্রথম বোলার হলেন কুলদীপ।
৭৮ রান করা শেই হোপকে ফিরিয়ে হ্যাটট্রিক অভিযান শুরু হয়। এরপর ফেরান জেসন হোল্ডারকে। পরের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিলেন আলজারি জোসেফ। ব্যস হ্যাটট্রিক!
২৫ বছর বয়সী চায়নাম্যান বোলার আগের হ্যাটট্রিক করেন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভেন্যু কলকাতা। তখন শিকার করেন ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার ও প্যাট কামিন্সকে।
ওয়ানডেতে একাধিক হ্যাটট্রিক করা ষষ্ঠ বোলার কুলদীপ। সবার আগে এই রেকর্ড গড়েন পাকিস্তানের ওয়াসিম আকরাম। এরপর নাম লেখান সাকলায়েন মুশতাক, চামিন্দা ভাস, লাসিথা মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট করেন দুটি হ্যাটট্রিক।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ৩৮৭/৫ (রোহিত ১৫৯, রাহুল ১০২, কোহলি ০, শ্রেয়াস ৫৩, পান্ত ৩৯, কেদার ১৬*, জাদেজা ০*; কটরেল ৯-০-৮৩-২, হোল্ডার ৯-০-৪৫-০, পিয়ের ৯-০-৬২-০, পল ৭-০-৫৭-১, জোসেফ ৯-১-৬৮-১, চেইস ৫-০-৪৮-০, পোলার্ড ২-০-২০-১)।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৩.৩ ওভারে ২৮০ (লুইস ৩০, হোপ ৭৮, হেটমায়ার ৪, চেইস ৪, পুরান ৭৫, পোলার্ড ০, হোল্ডার ১১, পল ৪৬, জোসেফ ০, পিয়ের ২১, কটরেল ০*; চাহার ৭-১-৪৪-০, শার্দুল ৮-০-৫৫-১, শামি ৭.৩-০-৩৯-৩, জাদেজা ১০-০-৭৪-২, কুলদীপ ১০-০-৫২-৩, ১-০-১৩-০)।
ফল: ভারত ১০৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যাচসেরা: রোহিত শর্মা
Discussion about this post