ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতিবছরের মতো আবারও ফিরে এসেছে মহান বিজয় দিবস। উৎসবের আমেজ গোটা দেশে। সেই আনন্দে সামিল ক্রিকেটাররাও। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনন্দে মাতবেন সবাই। ক্রিকেট ম্যাচে মেতে উঠবেন সাবেক ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সকালে দেশের সাবেক তারকা ক্রিকেটাররা ক্রিকেট ম্যাচে মাঠে নামবেন।
দুই যোদ্ধা সাবেক ক্রিকেটার শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল এর নামে এবারও দুই ভাগে বিভক্ত হয়ে দুটি দল মাঠে নামবে। বিজয় দিবসে প্রতিবারই শহীদদের এভাবে স্মরণ করে বিসিবি।
এর আগে রোববার ঘোষিত হলো। যেখানে আছেন তারকা ক্রিকেটাররা। চলুন দেখে নেই কারা আছেন বিজয় দিবস ক্রিকেটে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু ১৬ ডিসেম্বর, সোমবার সকাল ১০টায়।
শহীদ জুয়েল একাদশ: নাঈমুর রহমান দূর্জয়, হাবিবুল বাশার, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম ও হাসিবুল হোসেন শান্ত।
ম্যানেজার: গোলাম ফারুক চৌধুরী সুরু।
শহীদ মুস্তাক একাদশ: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন, তাকের আজিজ খান, মুশফিকুর রহমান, মোর্শেদ আলী খান, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন মনির, সফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম গোল্লা, মোহাম্মদ আলী ও খালেদ মাসুদ পাইলট।
ম্যানেজার: এ এস এম রকিবুল হাসান।
Discussion about this post