ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আলো ছড়াবেন বলিউড তারকারা। ৮ ডিসেম্বর রোববার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিপিএলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন টুর্নামেন্টের।
বিপিএলের উদ্বোধনীতে বলিউডের অন্তত চার থেকে পাঁচজন তারকা আসতে পারেন।
বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে দেখা যেতে পারে নায়িকা ক্যাটরিনা কাইফও। অচিরেই ঘোষণা হবে কারা আসছেন। অভিনেতা-অভিনেত্রী ও গায়ক- গায়িকা আছেন। তবে সেই সংখ্যা চূড়ান্ত হয়নি। তাই আমরা তাদের নাম প্রকাশ করতে চাই না। অরিজিৎ সিংও আসতে পারেন এমন খবরও আছে গণমাধ্যমে।
মিরপুরের শেরেবাংলায় ৬ ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠান হবে। শুরু বিকেল ৪টায়। গ্যালারিতে বসে এ অনুষ্ঠান দেখতে হলে নুন্যতম খরচ করতে হবে ১ হাজার টাকা। সর্বোচ্চ টিকিটের দাম ১০ হাজার।
Discussion about this post