ক্রিকবিডি ২৪.কম রিপোর্ট
পারিবারিক কারণে ভারত সফরে যেতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। যা শেষ হয়েছে বুধবার। তাই ড্যাশিং এ ওপেনার বৃহস্পতিবার ব্যাট হাতে ফিরেছেন অনুশীলনে। সামনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আপাতত ঐ টুর্নামেন্টে চোখ রেখে এ তারকা এদিন হোম ক্রিকেটের একাডেমি মাঠে চার-ছয়ের অনুশীলন করেন। সে সময় তাকে দেখভাল করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসছে আসরে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
বেশ কয়েকমাস ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন তামিম ইকবাল। অবশ্য আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে লড়াইয়ে ফিরবেন তিনি। এজন্যই বৃহস্পতিবার থেকে নিজেকে ঝালিয়ে নেয়া শুরু করেছেন তিনি। চট্টগ্রামের এ ক্রিকেটার এবার খেলবেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়ে। যদিও আজ দলটির কোচ সালাউদ্দিন বলেছেন, ‘এটা বিপিএলের জন্য অনুশীলন না। তামিম নিজে থেকেই অনুশীলন করছে।’
শেষবার জাতীয় দলের জার্সিতে তামিম খেলেছিলেন শ্রীলঙ্কা সফরে। কিন্তু সেখানে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তার আগে বিশ্বকাপেও ড্যাশিং এ ওপেনার ছিলেন ছন্দহীন। যে কারণে অনেকটা অভিমানেই ঘরের মাঠে গেল আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময়ের মধ্যে এ তারকা নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন। চর্বি ঝরিয়েছেন অনেক। তাই-তো বৃহস্পতিবার অনুশীলনে তাকে বেশ ফুরফুরাই মনে হয়েছে সবার।
আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। এবার ঢাকার হয়ে মাঠ মাতাবেন তিনি। এখন থেকেই এ তারকার চোখ শিরোপায়। তার আগে অবশ্য মাঠের ক্রিকেটে ব্যাট হাতে তিনি তুলতে চান ঝড়। বৃহস্পতিবার তার চার-ছয়ের অনুশীলন দেখেই সেটা অনেকেই অনুমান করে ফেলেছেন।
Discussion about this post