ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সুমন খান ও মিনহাজুল আবেদিন আফ্রিদির বোলিং নৈপুণ্যে সহজ লক্ষ্য পেয়ে যায় বাংলাদেশ। পরে অধিনায়ক নাজমুল হাসান শান্তর অপরাজিত হাফসেঞ্চুরিতে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ। এরফলে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমি-ফাইনালে উঠল স্বাগতিকরা
সোমবার ‘বি’গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামা নেপাল ৪৪.৩ ওভারে গুটিয়ে যায় ১৩৮ রানে। ২৬ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
জবাব দিতে নেমে সোমবার শুরুতেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাঈমের সঙ্গে ৭৯ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন শান্ত। নাঈম ফেরেন ৫৬ বলে ৬টি চারে ৪৫ রানে। পরে ইয়াসির আলিকে সঙ্গে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন শান্ত। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ৫৬ বলে ৬টি চার ও ২ ছক্কায় করেন ৫৯ রান। ১৫ বলে ২টি চার ও ১ ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন ইয়াসির।
এর আগে সুমান ও আফ্রিদির বোলিং তোপে শুরু থেকেই নেপালের ব্যাটসম্যানরা খাবি থেকে। যে কারণে সফরকারীরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাই জয়ের জন্য বাংলাদেশ পেয়ে যায় সহজ লক্ষ্যমাত্রা।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন সুমন ও আফ্রিদি। দুটি করে নেন অন্য দুই স্পিনার তানভির ইসলাম ও মেহেদি হাসান।
বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে দ্বিতীয় সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল ইমার্জিং দল: ৪৪.৩ ওভারে ১৩৮ (সম্পাল ৩৮; সুমন ৮.৩-০-২৯-৩, মেহেদি রানা ৬-০-২৫-০, তানভির ১০-২-২৬-২, আফ্রিদি ১০-০-২৯-৩, মেহেদি হাসান ৯-১-২৫-২, সৌম্য ১-০-২-০)
বাংলাদেশ ইমার্জিং দল: ২৪ ওভারে ১৪০/২ (নাঈম ৪৫, সৌম্য ১১, শান্ত ৫৯*, ইয়াসির ১৮*; কারান ১/১১, শুশান ১/২৪)
ফল: বাংলাদেশ ইমার্জিং দল ৮ উইকেটে জয়ী
Discussion about this post