ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফর্মের তুঙ্গে রয়েছেন। যা রবিবারও দেখালেন তৌহিদ হৃদয়। শুধু তা-ই নয় এ তরুণ তুর্কি তুলে নেন টানা সেঞ্চুরি। এ নিয়ে যুব ওয়ানডেতে দেশের হয়ে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত তার অসাধারণ নৈপুণ্যে বাংলাদেশের যুবারা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে।
সিরিজের চতুর্থ ম্যাচে রবিবার আগে বল হাতে ৫০ ওভারে শ্রীলঙ্কার ৭ উইকেট তুলে নিয়ে ২৬০ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে তৌহিদের (১১৫) ব্যাটে ভর করে ১৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এরফলে ৫ ম্যাচের সিরিজে ৩-০ এ এগিয়ে থেকে সিরিজ দখলে নিয়েছে জুনিয়র টাইগাররা। দুই দলের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার হৃদয় ৯ চার ও ৩ ছয়ে ১২০ বলে ১১৫ রানের ইনিংস খেলেন। যুব ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি। আগের ম্যাচেও তিনি দেখা পেয়েছিলেন তিন অঙ্গের। তখন থেকেই সেঞ্চুরির রেকর্ডে এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়ের পাশে বসেছিলেন। গতকাল সেঞ্চুরি করে তাদেরকে টপকে যান এ তরুণ।
জবাব দিতে নেমে শুরুতেই ৩৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সে সময় কিছুটা হলেও বিপদে পড়েছিল স্বাগতিকরা। তবে ২২ গজে নামার পর হাল ধরেন হৃদয়। শাহাদাত হোসেনকে নিয়ে চতুর্থ উইকেটে ৬২ রান যোগ করে শুরুর ধাক্কা সামলান হৃদয়। আর পঞ্চম উইকেটে আকবরের সঙ্গে গড়েন ১১০ রানের ম্যাচজয়ী জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত তার দেখানো পথে হেঁটে আকবর আলি অপরাজিত থেকে স্বাগতিকদের জিতিয়ে ফেরেন।
এর আগে টস হেরে বল হাতে শুরুটা ভালো ছিলো না হলেও তানজিমের নৈপুণ্যে লঙ্কার ২৬৫ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। সফরকারীদের হয়ে ৫২ বলে সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করেন গামাগে দিনুশা। ৫৪ রানে ৩ উইকেট নেন তানজিম।
মঙ্গলবার চট্টগ্রাসেই সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার যুবারা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৬০/৭ (পারানাভিথানা ৩১, আভিশকা ৩৪, সামাজ ৩৭, রাভিন্দু ২৫, নিপুন ২৭, গামাগে ৪৩*, চামিন্দু ২৯; তানজিম ১০-০-৫৪-৩, শরিফুল ১০-০-৫৮-০, শামিম ১০-০-৫৯-১, রকিবুল ১০-০-৪৩-১, আশরাফুল ১০-০-৪১-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.২ ওভারে ২৬৫/৫ (তানজিদ ২৬, সাজিদ ৩, মাহমুদুল ১৪, হৃদয়, শাহাদাত ২৩, আকবর ৬৬*, শামীম ১১*; আমশি ৮-০-৫৫-২, পারানাভিথানা ৪-০-২৮-১, কাভিন্দু ১০-০-৪৮-১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩-০ তে এগিয়ে
ম্যাচ সেরা: তৌহিদ হৃদয়
Discussion about this post