ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজ মাঠে গড়ানোর আগে স্পষ্ট ফেভারিট ছিল ভারত। এখনও তাই। তবে সিরিজ নির্ধারনী ম্যাচের আগে সেই তকমা মানছেন না রোহিত শর্মা।
প্রথম ম্যাচে অনেকটা চমক দিয়ে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে জিতে সিজে ফেরে স্বাগতিকরা। তবে সিরিজ নির্ধারণ হবে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যায়।
সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগেও বাংলাদেশের চেয়ে তিন বিভাগেই এগিয়ে ভারত। তবে ব্যাপারটি মেনে নিতে নারাজ রোহিত, ‘ফেভারিট তকমায় আমাদের একটুও বিশ্বাস নেই। আমাদের মাঠে গিয়ে সেরাটা খেলতে হবে। এভাবেই ম্যাচ জিততে হয়, ফেভারিট তকমা দিয়ে ম্যাচ জেতা যায় না। নির্দিষ্ট দিনে ভালো খেলতে হয়।’
রোহিতের বিশ্বাস রবিবার যারা ভালো খেলবে তারাই জিতবে, ‘সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে বলে জিতেছে। পরের ম্যাচে আমরা ভালো ছিলাম বলে জিতেছি। নির্দিষ্ট দিনে প্রতিপক্ষের চেয়ে ভালো খেলতে হবে। আমরা সেটিই বিশ্বাস করি, আমাদের আলোচনাও সেটি নিয়েই।’
Discussion about this post