ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টির তুলনায় ঘরের মাঠে টেস্টে ভারতের বোলিং বিভাগ অনেক শক্তিশালী। তবে ব্যাপারটি নিয়ে একবারেই ভাবছেন না সাদমান ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন, সাইফ হাসানরা। আসন্ন সিরিজে তাদের লক্ষ্য স্বাভাবিক খেলা। শুক্রবার কঠিন মিশনে দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন তারা।
ইন্দোরে আগামী ১৪ নভেম্বর প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই দল কিছুটা চাপে তো থাকবেই। তবে তরুণ সাদমান জানিয়ে গেলেন আশার বানী, ‘তারা অনেক শক্তিশালী দল। কিন্তু ওরকম বাড়তি কোনো চাপ নিয়ে যাচ্ছি না। ওদের বোলার নিয়ে অত চিন্তা নেই। আমরা ভালো ভালো অনেক দলের বিপক্ষেই খেলেছি। আমরা যেমন খেলি তেমন খেলাটাই খেলব।’
সাকিব না থাকলে অন্য সতীর্থদের প্রতি আস্থা রাখছেন সাদমান,‘সাকিব ভাইয়ের না থাকা দলের জন্য বড় চাপ। কিন্তু আমাদের মিরাজ আছে, তাইজুল ভাই আছেন, নাঈম আছে—ইনশা আল্লাহ কিছুটা পুষিয়ে নেওয়া যাবে।’
এবারই প্রথম সাইফ হাসান ডাক পেয়েছেন টেস্ট দলে। সুযোগ পেলে নিজের সামর্থ্য অনুযাযী খেলতে চান তিনি, ‘ইনশাআল্লাহ, আত্মবিশ্বাস আছে। সুযোগ যদি পাই দেশের হয়ে ভালো কিছু করতে চাই। চেষ্টা করব ফর্মটা টেনে নেওয়ার। সুযোগ পেলে ম্যাচ ধরে ধরে ভালো খেলার চেষ্টা করব।’
এবারই প্রথম গোলাপি বলে টেস্ট খেলবে বাংলাদেশ। যদিও এজন্য টাইগাররা নিতে পারেনি কোন প্রস্তুতি। তারপরও খুব বেশি সমস্যা হবে না বলে মনে করেন সাইফ, ‘হ্যাঁ, খেললে ভালো হতো। যেহেতু হবে না তাই যত দ্রুত সম্ভব ওখানে গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।’
Discussion about this post