ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে অন্যরকম বার্তা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু বৃহস্পতিবার রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ের কাছে সেটা কিছুটা হলেও মিলিয়ে গেছে টাইগারদের। তারপরও অবশ্য সফরকারী ভেঙে পড়েনি। এখনো তাদের মনোবল রয়েছে চাঙ্গা। যেটাকে পুঁজি করেই রবিবার নাগপুরে প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জয়ের জন্য নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুক্রবার রাজকোট থেকে নাগপুরে যাওয়ার আগে এমনটাই জানিয়েছেন পেসার শফিউল ইসলাম।
রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখ, সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ ঝড় তুলেন। কিন্তু তারা কাজ শেষ করে আসতে পারেননি। যে কারণে বড় সংগ্রহের আশা জাগিয়েও পারেনি টিম টাইগার্স। পরে তো এক রোহিত শর্মার ঝড়েই উড়ে যায় রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তাই বলে নিজেদের সামর্থ্য নিয়ে কোনো দ্বিধা তৈরি হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। গতকাল পেসার শফিউল ইসলাম জানিয়েছেন, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখোমুখি হতে উন্মুখ তারা, ‘চেষ্টা করেছি প্রতিরোধ গড়ার। আমার সামর্থ্যে আমার বিশ্বাস ছিল। অসহায় ছিলাম, ব্যাপারটা ঠিক এমন না। কিভাবে ওকে রুখে দেওয়া যায়, সেই লক্ষ্য ছিল আমার। চেষ্টা করেছি। সবাই সেভাবেই চেষ্টা করেছে। আসলে ও ভালো ক্রিকেট খেলেছে।’
বৃহস্পতিবার হারলেও টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ এখনও আছে বাংলাদেশের। এজন্য শফিউল ইসলাম সতীর্থদের পরামর্শ দিয়েছেন, প্রথম ম্যাচের মতো পারফর্ম করতে, ‘বড় সুযোগ ছিল। এক ম্যাচ আগে যদি সিরিজ জিততে পারতাম, তাহলে অবশ্যই ভালো লাগত। হারলে তো মন খারাপ লাগবেই। তবে হারার পর কিভাবে ফেরা যায় সেটাই মূল কথা। সামনের ম্যাচের জন্য এখন আমরা তৈরি হচ্ছি। এই ম্যাচ ভুলে গিয়ে, এই ম্যাচের ভুলগুলো শুধরে, সামনের ম্যাচে মনোযোগ দিচ্ছি।’
শফিউল আরও বলেন, ‘অবশ্যই আমাদের এখনও সুযোগ আছে, যদি আমরা ভালো ক্রিকেট খেলি। প্রথম ম্যাচটা যেরকমভাবে খেলেছি, সেরকম যদি খেলতে পারি। আর এই ম্যাচে কিছু ছোট ছোট ভুল ছিল, যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই, আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব।’
Discussion about this post