ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় দল ভারত। কয়েকদিন পরই তাদের বিপক্ষে লড়তে হবে তাদেরই মাটিতে। মুমিনুল হকের নিজের জন্য তা আরও চ্যালেঞ্জিং। কেননা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এবার যে তারই হাতে উঠেছে সাদা পোশাকের ক্রিকেটের নেতৃত্ব। যে কারণে তার জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তবে ব্যাপারটি নিয়ে মোটেও ভাবছেন না এ বাঁহাতি ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই কঠিন। তা, প্রতিপক্ষ যে দলই হোক না কেন চ্যালেঞ্জ থাকেই। ছোট দলের বিপক্ষে কম বড় দলের বিপক্ষে বেশি, এই যা। তাই বলে অহেতুক চাপ নিচ্ছেন না মুমিনুল। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ব্যাপারে তিনি বলেন, ‘ভারত সিরিজে চ্যালেঞ্জ আছে অনেক। আপনাকে ওই চ্যালেঞ্জ নিতে হবে। আপনি এই পর্যায়ে ক্রিকেট খেলছেন চ্যালেঞ্জ নিতে হবে। আর এ চ্যালেঞ্জ আসবেই। যত দিন আপনি ক্রিকেট খেলছেন তত দিন এই চ্যালেঞ্জ আসবেই। এটা নিতেই হবে। এরপর ওপর আর কোনো কিছুই নেই।’
নিয়মিত অধিনায়ক সাকিব নিষিদ্ধ, পারিবারিক কারণে তামিমও দলে নেই। এ পরিস্থিতিতে ভারতের মাটিতে জয়টা মনস্তাত্ত্বিকভাবে টেস্ট সিরিজেও ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করেন মুমিনুল, ‘আমি মনে করি এ সময়ে জেতাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন, আমাদের কিছু ঝামেলা গিয়েছিল, এ হিসেবে চিন্তা করলে আমি বলব এমন জয় টেস্টেও বেশ কাজে দেবে। সবার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে।’
আগামী ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যেকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট কলকাতায় ২২ নভেম্বর থেকে।
Discussion about this post