ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় ক্রিকেট লিগে প্রথম স্তরের তৃতীয় রাউন্ডে সোমবার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১২৯ রান নিয়ে দিন শেষ করেছে রাজশাহী। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট রংপুরের চেয়ে ৫৬ রানে এগিয়ে আছে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী ১ম ইনিংস: ৭১.৪ ওভারে ২০১
রংপুর ১ম ইনিংস: ১১৮.৫ ওভারে ২৭৪ (মারুফ ৭৮, মাহমুদুল ২, সোহরাওয়ার্দী ১, নাঈম ৫৪, আরিফুল ৪৭, তানবীর ৫, নাসির ৬২, ধীমান ১৬, সাজেদুল ১, সঞ্জিত ০*, মুকিদুল ০; দেলোয়ার ১১-০-৪৫-১, তাইজুল ১৫-৯-১২-১, সানজামুল ৩৯.৫-১৩-৮৬-৩, সাব্বির ১-০-৫-০, মুক্তার ২০-৪-৩৫-০, ইফতেখার ২১-৩-৫৯-২, মোহিমেনুল ৩-০-৬-০, সাকলাইন ৮-১-২০-১)
রাজশাহী ২য় ইনিংস: ৭৬ ওভারে ১২৯/৬ (মিজানুর ১৭, সাব্বির ৬, শাকির ২৯, জুনায়েদ ৩৪, ফরহাদ ০, মোহিমেনুল ৬, মুক্তার ১৯*, সানজামুল ২*; মুকিদুল ৬-১-২১-০, সোহরাওয়ার্দী ১৪-৮-২৪-২, মাহমুদুল ২২-১১-২১-২, সঞ্জিত ১০-২-১৮-০, সাজেদুল ৫-০-৭-০, তানবীর ১৯-৭-২৩-২)
######
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে চট্টগ্রাম তুলেছে ৬ উইকেটে ১৯১ রান। প্রথম ইনিংসে ১৬৩ রানে অলআউট সিলেটের চেয়ে ২৮ রানে এগিয়ে আছে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট ১ম ইনিংস: ৪৪.২ ওভারে ১৬৩ (ইমতিয়াজ ২৪, তৌফিক ৭, জাকির ২১, কাপালী ৪২, জাকের ৫, শাহানুর ৫, মুমিনুল ইসলাম ৮, এনামুল জুনিয়র ১৪, জায়েদ ৪, রেজাউর ৪*, ইমরান ৬; হাসান ১৫-৩-৪৯-৩, ইফরান ১২.২-২-৫০-৬, মেহেদী ১১-১-৪০-১, মাসুম ৬-১-১৫-০)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৩ ওভারে ১৯১/৬ (সাদিকুর ৩৭, ইরফান ১, পিনাক ১০০, মুমিনুল ৩৭, তাসামুল ১, মাহিদুল ২*, মাসুম ১, মেহেদী ১*; আবু জায়েদ ১১-১-৬৪-২, ইমরান ৮-২-৩০-১, রেজাউর ৫-০-২৭-০, শাহানুর ৫-০-২৮-০, এনামুল জুনিয়র ৪-০-৩৫-২)
#####
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে তৃতীয় দিন শেষে খুলনার রান ২ উইকেটে ১৪৫। প্রথম ইনিংসে ঢাকাকে ৩১৬ রানে অলআউট ৫৫ রানের লিড পাওয়া খুলনা দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে এগিয়ে ২০০ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা ১ম ইনিংস: ৩৭১/১০
ঢাকা ১ম ইনিংস: ১১০ ওভারে ৩১৬ (সাইফ ৭২, রকিবুল ৫৬, তাইবুর ৩১, শুভাগত ৫, নাদিফ ১৯, নাজমুল ১, সুমন ২, সালাউদ্দিন ০, জুবায়ের ০; রুবেল ১৬-২-৬৮-১, হালিম ১৫-৬-৩৮-১, রাজ্জাক ৩৬-৮-৭২-৩, মেহেদি ৩০-৮-৯২-৪, মইনুল ১২-১-৩৭-১, জিয়াউর ১-০-৫-১)
খুলনা ২য় ইনিংস: ৪৪ ওভারে ১৪৫/২ (রবি ০, এনামুল ৬১*, ইমরান ৬৬, তুষার ১৬*; সুমন ৩-২-৬-০, শাকিল ৪-০-১৭-১, নাজমুল ১৮-০-৫৫-১, শুভাগত ৫-০-২৬-০, জুবায়ের ৪-০-১৯-০, তাইবুর ৯-২-১৯-০, সাইফ ১-০-১-০)
Discussion about this post