ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতি ম্যাচে আউট হয়ে এক ক্রিকেট দর্শকদের কটূক্তিতে মেজাজ হারালেন মুশফিকুর রহীম। ভারত সফরের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ ঘটল অপ্রীতিকর এই ঘটনা। আউট হয়ে ফেরার সময় এক দর্শকের কটূক্তি শুনে মেজাজ ধরে রাখতে পারলেন না জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
মুশফিক গ্যালারিতে ছুটে যান। ওই দর্শকের কাছ থেকে জবাব চান জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
রোববার সন্ধ্যায় নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। মুশফিক খেলেন মাহমুদউল্লাহর দলে। ম্যাচে আরাফাত সানির বলে সুইচ হিট খেলতে গিয়ে আউট হন তিনি। তারপরই বিরক্ত মুশি বারবার তাকাচ্ছিলেন ব্যাটের দিকে। ড্রেসিং রুমের দরজার কাছে এসে হঠাৎ গ্যালারির রেলিং টপকে ওপরে উঠে মুখোমুখি হন সেই দর্শকের।
জানা গেছে, মুশফিক যখন নিজের ব্যাটের দিকে তাকাচ্ছিলেন, তখন ওই দর্শক বলেন, ‘ব্যাটের দিকে না তাকিয়ে আমার দিকে তাকান।’ আউট হয়ে এমনিতেই হয়তো মেজাজ ঠিক ছিল না মুশফিকের। সোজা গ্যালারিতে উঠে দর্শকটিকে বলেন, ‘এসেছি সামনে, বলেন এবার…!’
এমন ঘটনায় চমকে যান সবাই। জটলা তৈরি হয়। যদিও সেই দর্শককে দ্রুত সরিয়ে নেওয়া হয়। আর মুশফিকও ড্রেসিং রুমে চলে যান।
জানা গেল- সেই দর্শকের নাম ইমরান। ফেইসবুকের একটি ক্রিকেট গ্রুপের সদস্য হিসেবে সঙ্গীদের সঙ্গে খেলা দেখতে যান। তবে মুশফিককে কোনো রকম উস্কানি দেওয়ার কথা অবশ্য অস্বীকার করেন! তবে অনেকেই বলছিলেন ওই দর্শক বেফাঁস কথা বলেছে!
Discussion about this post