ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সামনে নতুন মিশন। নভেম্বরে ভারতের সঙ্গে টেস্ট লড়াই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতি পর্ব এবার ক্রিকেটাররা পেল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হারের পর দল চাপে। এখন প্রশ শ্রেণির ক্রিকেট নিয়ে বেশি করে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
বেশ কয়েকবছর পর এবারের আসরে খেলবেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। তারকা ক্রিকেটারদের সম্মিলনে বুহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ।
মৌসুম শুরুর এই লড়াইয়ে এবার ভেন্যু ১০টি। প্রথম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রাজশাহীতে মুখোমুখি হবে সিলেট-বরিশাল। প্রথম স্তরের ম্যাচে ফতুল্লায় গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে খেলবে ঢাকা আর খুলনায় স্বাগতিকদের লড়াই রংপুরের সঙ্গে।
এবার ফিটনেস পরীক্ষা দিয়েই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। ফিটনেস পরীক্ষা বিপ টেস্টে ন্যূনতম ১১ পয়েন্ট নিয়ে লড়ছেন মাঠের লড়াইয়ে। চারদিনের ম্যাচের এই মিশনে মাঠে নামার আগে ফিটনেসে ঘাটতি নেই ক্রিকেটারদের।
জাতীয় লিগের প্রথম রাউন্ড সূচি (১০-১৩ অক্টোবর):
ম্যাচ ভেন্যু
রাজশাহী-ঢাকা ফতুল্লা
রংপুর-খুলনা খুলনা
বরিশাল-সিলেট রাজশাহী
ঢাকা মহানগর-চট্টগ্রাম মিরপুর
* প্রতিটি ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টা
Discussion about this post