ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিটনেস টেস্টে পাশ করলেই কেবল মিলবে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সুযোগ। বিপ টেস্ট নামের এই ফিটনেস টেস্টের পাসমার্ক এবার ধরা হয়েছে ১১। আগামী রোববার ফেল করাদের জন্য আরেকবার এই ফিটনেস টেস্টে নামার সুযোগ দেয়া হচ্ছে।
প্রথম দফায় ফিটনেসে যারা পাস করতে পারেন নি মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, আরাফাত সানি, ইলিয়াস সানি, নাসির হোসেন, নাদিফ চৌধুরী ও মোহাম্মদ শরীফ।
এদিকে এবার মাহমুদউল্লাহ ও তার মতো জাতীয় দলের ক্রিকেটাররা এবার জাতীয় লিগ খেলবেন। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই। নভেম্বরে ভারত সফর। যেখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সব মিলিয়ে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের বেশির ভাগই এবার খেলবেন জাতীয় লিগের অন্তত দুটি রাউন্ডে।
ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে মাহমুদউল্লাহ সবশেষ খেলেছেন গত বছরের এপ্রিলে। জাতীয় লিগে সবশেষ খেলেছেন ২০১৫ সালে। এবার জানাচ্ছিলেন, ‘বেশির ভাগ সময়ই জাতীয় লিগ যখন হয়, জাতীয় দলের খেলা থাকে। কখনও আবার দেখা যায়, জাতীয় দলের খেলা মাত্রই শেষ হলো। তখন শরীরকে রিকভারি টাইম দিতে হয়। সব মিলিয়েই খেলা হয়ে ওঠে না। কিন্তু আমরা খেলতে চাই না, এটা ঠিক নয়।’
খেলবেন আরেক তারকা মুশফিকুর রহীমও। বৃহস্পতিবার নেটে ব্যাটিং অনুশীলন করেছেন।পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করলেন। জাতীয় লিগে কিপিং করার সম্ভাবনা কম। এজন্য নিজেকে ফিল্ডিংয়ের জন্য প্রস্তুত রাখছেন।
তিনি জানালেন, ‘খেলার জন্য খেলে লাভ নেই। রান করলে, উইকেটে সময় কাটালে তবেই এখানে খেলাটা কাজে দেবে। আশা করব, জাতীয় লিগে ভালো খেলে টেস্টের জন্য প্রস্তুতি নিতে পারব। জাতীয় লিগে উইকেট তো বরাবরই বড় একটি ইস্যু। অনেক সময়ই দেখা গেছে, উইকেটে ঘাস আছে।’ ব্যাটিংয়ের দিক থেকেই শুধু নয়, আমি যদি সবদিক থেকে বলি, স্পোর্টিং উইকেট চাই। যেখানে শুরুতে পেসার, পরে স্পিনার, সবার সহায়তা থাকবে। ব্যাটসম্যানদের কাজ সহজ হবে না। তবে টিকে থাকলে রান করতে পারবে।’
ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। এখন ব্যস্ত ফিটনেস ট্রেনিংয়ে। তামিম ঘরোয়া প্রথম শ্রেণিতে সবশেষ খেলেছেন ২০১৫ সালে। এবার চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন প্রথম ও দ্বিতীয় রাউন্ডে কিংবা প্রথম ও তৃতীয় রাউন্ডে।
তবে এনসিএলে নেই সাকিব আল হাসান। তিনি সাকিব প্রথম শ্রেণির ম্যাচে সবশেষ খেলেছেন ২০১৫ সালে জাতীয় লিগে। মাশরাফি টেস্ট খেলেননি গত ১০ বছরে। অবশ্য তিনি টেস্টও খেলছেন। তার খেলাটা জরুরীও নয়।
১০ অক্টোবর থেকে দেশের প্রথম শ্রেনির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হবে।
Discussion about this post