ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখন ফিটনেস পরীক্ষায় পাশ করেন নি তিনি। বিপ টেস্টে ফেল মোহাম্মদ আশরাফুল। অবশ্য সামনে বেশ কয়েকবার পরীক্ষা দিতে পারবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার আশা পরীক্ষায় সফল হবেনই। পাবেন জাতীয় লিগে (এনসিএল) খেলার ছাড়পত্র। এর আগেই জানা গেল-ঢাকা মেট্রোর হয়ে খেলবেন না এ ডানহাতি ব্যাটসম্যান। নতুন দল খুঁজে নিয়েছেন। বরিশালের হয়ে খেলবেন অ্যাশ।
বিসিবির নিয়ম জানাচ্ছে-জাতীয় খেলতে বিপ টেস্টে পেতে ১১ পয়েন্ট। কিন্তু মঙ্গলবার আশরাফুল পেলেন ৯.৫ পয়েন্ট। বিপ টেস্টে পাশ করলেই ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে খেলার সুযোগ মিলবে। আর সেটা হলেই শাহরিয়ার নাফীস, সোহাগ গাজীদের সঙ্গে বরিশালের হয়ে খেলার সুযোগ পাবেন আশরাফুল।
তার আগে দল পরিবর্তন নিয়ে আশরাফুল বলেন, ‘আমি বরিশালের হয়ে খেলছি। ঢাকার হয়ে মাহমুদউল্লাহ প্রথম দুটি রাউন্ড খেলবে। সবগুলো ম্যাচ খেলতে চাই, বরিশালের হয়ে খেললে সব ম্যাচ খেলার সুযোগ থাকবে।’
ফিক্সিং কান্ডে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন আশরাফুল। তখনি্এ জাতীয় দলে জায়গা হারান দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তবে জাতীয় দলে ফেরার হাল ছাড়েন নি। লড়ে যেতে চান। জানালেন, ‘সামনে কয়েকটা মৌসুমই তো খেলবো। দেখি নতুন দলে খেলে ভালো পারফরম্যান্স করে ঘুরে দাঁড়াতে চাই।’
আশরাফুল প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন ২০০০ সাল থেকে। ১৫৬টি ম্যাচ খেলে ২০ সেঞ্চুরি আর ৩২ হাফ সেঞ্চুরিতে ৭৯৩১ রান করেছেন তিনি।
Discussion about this post