ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সুযোগ কাজে লাগানোতে তিনি ওস্তাদ! ওপেনার হয়েই চমক দেখালেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটের ভারতের জার্সিতে ওপেনিংয়ে নামার সুযোগটা কাজে লাগালেন তিনি। দারুণ এক সেঞ্চুরিতে সমালোচকদের উচিৎ জবাব দিয়েছেন এই তারকা ক্রিকেটার। বুধবার বিশাখাপত্তনমে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। তার আগে অবশ্য ফিলান্ডার, রাবাদা, কেশব মহারাজদের বিপক্ষে দাপটে খেলে তুলে নেন শতরান।
ক্যারিয়ারের একাদশতম টেস্ট হাফসেঞ্চুরি পূর্ণ করে খেলে যাচ্ছেন রোহিত। শুরুতে যথেষ্ট সতর্কভাবে শুরু করেছিলেন রোহিত। তবে ধীরে ধীরে স্বরূপে ফেরেন তিনি। একটা সময় কেশব মহারাজের বল মাঠের বাইরে পাঠিয়ে রোহিত বুঝিয়ে দেন, দিনটা তার।
লাঞ্চের আগেই রোহিত হাফসেঞ্চুরি তুলে নেন। করেন ৮৪ বলে। পরে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ১৫৪ বলে। রোহিতের সঙ্গী মায়াঙ্ক আগারওয়ালও শতরানের পথে। দুজনের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দাপট ভারতের। বুধবার বৃষ্টিতে এক সেশন ভেসে যাওয়ার দিনে স্বাগতিকরা কোনো উইকেট না হারিয়েই করে ২০২ রান।
১১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন রোহিত। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে মায়াঙ্ক অপরাজিত ৮৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৫৯.১ ওভারে ২০২/০ ( মায়াঙ্ক ৮৪*, রোহিত ১১৫*; ফিল্যান্ডার ১১.১-২-৩৪-০, রাবাদা ১৩-৫-৩৫-০, মহারাজ ২৩-৪-৬৬-০, পিট ৭-১-৪৩-০, মুথুসামি ৫-০-২৩-০)।
Discussion about this post